Sylhet View 24 PRINT

সিলেটে সাংবাদিকের সঙ্গে ‘দারাজ’র প্রতারণা, জরিমানা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০১-১৩ ১৮:১৬:৫৪

সিলেটভিউ ডেস্ক :: করোনার প্রথম ঢেউয়ের শুরুতে মাস্ক নিয়ে প্রতারণা করায় সাংবাদিকের দায়ের করা মামলায় দারাজ বিডি অনলাইনকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট।

সিলেটের সাংবাদিক কাইয়ুম উল্লাসের দায়ের করা এই মামলায় দুইটি শুনানি শেষে জরিমানার ৮ হাজার টাকা আদায় করে ভোক্তা অধিকার। পরে আজ বুধবার (১৩ জানুয়ারি ) দুপুরে আলমপুরস্থ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ে সাংবাদিক কাইয়ুম উল্লাসকে জরিমানার ২৫% টাকা হস্তান্তর করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট-এর সহকারী পরিচালক (মেট্রো) শ্যামল পুরকায়স্থ।

এ বিষয়ে সাংবাদিক কাইয়ুম উল্লাস বলেন,‘ করোনার শুরুতে মানুষের জন্য সবচেয়ে মূল্যবান জিনিশ মাস্ক। দারাজ বিডি অনলাইনে আমি ৫টি কেএন৯৫ মাস্ক অর্ডার করেছিলাম। কিন্তু দারাজ আমাকে ৫টির বদলে ৪টি মাস্ক পাঠায়। আমি তাদের সঙ্গে যোগাযোগ করলে সঠিক কোনো সুরাহা পাইনি। যে কারণে আমি দারাজের এই প্রতারণার বিরুদ্ধে মামলা করি। আমি মনে করি, ওই সময়ে দারাজ এভাবে লক্ষ্য মানুষের সঙ্গেই প্রতারণা করেছে। তাছাড়া অনলাইনে এ ধরনের প্রতারণা বেড়ে গেছে। সেদিকে প্রশাসনের সুদৃষ্টি দেওয়া প্রয়োজন। ’

জানতে চাইলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট-এর সহকারী পরিচালক (মেট্রো) শ্যামল পুরকায়স্থ বলেন,‘ বাদি কাইয়ুম উল্লাস দারাজের বিরুদ্ধে ভোক্তা অধিকার আইনে একটি মামলা (নং ৯২) দায়ের করেছিলেন। শুনানিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারা মোতাবেক দারাজকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।’


সিলেটভিউ২৪ডটকম / কে.এ / ডালিম-১৫

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.