আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

ফের অভিযানে সিসিক, ২ লাখ টাকা আদায়

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০১-১৩ ১৮:৪৯:৪০

সিলেট :: বকেয়া হোল্ডিং ট্যাক্স আদায়ে সিলেট সিটি করপোরেশন (সিসিক) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে ধারাবাহিকভাবে। সিসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় দুই লাখ টাকার বকেয়া হোল্ডিং ট্যাক্স আদায় করা হয়েছে। এছাড়া ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার অভিযোগে নগরের বিভিন্ন এলাকায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট বিজন কুমার সিংহ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সিসিকের জনসংযোগ শাখা জানায়, সিলেট নগরের লামাবাজার, কাজলশাহ ও ভাতালিয়া এলাকায় সিসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বকেয়া হোল্ডিং ট্যাক্স বাবদ ২ লাখ ২ হাজার ৪৪০ টাকা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার অভিযোগে ৪ ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ও ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে -০২

শেয়ার করুন

আপনার মতামত দিন