Sylhet View 24 PRINT

বন্ধন সমাজ কল্যাণ সংঘের শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০১-১৩ ১৯:৩০:০০

সিলেট :: সিলেট নগরীর দক্ষিণ সুরমার ২৭নং ওয়ার্ডে বন্ধন সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে শীতার্ত ও দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র ও শিক্ষা উপরকরণ বিতরণ অনুষ্ঠান বুধবার বিকেলে জহির তাহির মেমরোরিয়াল উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সময় টিভি’র সিলেট ব্যুরো প্রধান মো. ইকরামুল কবির। তিনি বলেন, অন্যায় অপরাধমুলক কর্মকাণ্ড পিছনে ফেলে যুব সমাজ আর্তমানবতার কল্যাণে এগিয়ে আসা একটি মহতি উদ্যোগ। তিনি শিক্ষা-চিকিৎসা সহ সকল প্রকার মানব সেবায় এ সংঘের অসংখ্য অবদানের প্রশংসা করে তাদের মত সকল সামাজিক সংগঠনগুলোকে সরকারের পাশাপাশি মানব সেবামূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।  

বন্ধন সমাজ কল্যাণ সংঘের সভাপতি সানিদুল ইসলাম রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বিপ্লবের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ড কাউন্সিলর, সাবেক ভারপ্রাপ্ত মেয়র মো. আজম খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহিদ শামসুদ্দিন হাসপাতাল সিলেটের মেডিকেল অফিসার ডা. মিলাদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গুলজার খান, জহির তাহির মেমরোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাছিত, পাঠানপাড়া সোনালী সংঘের উপদেষ্টা ফরহাদ হোসেন, বন্ধন সমাজ কল্যান সংঘের উপদেষ্টা সাহেদ আরবী, সুহেল আহমদ।

বন্ধন সমাজ কল্যান সংঘের পৃষ্ঠপোষক যুক্তরাজ্য প্রবাসী কাওছার আহমদ শিবলু, উপদেষ্টা মুহিবুর রহমান লিলু ও আব্দুর কাহির খান শাফির যৌথ সহযোগিতায় প্রাপ্ত দুই শতাধিক কম্বল ও দুই শতাধিক  শিক্ষা উপকরণ বিতরণ অনুুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংঘের সহ সভাপতি খালেদ আহমদ, কোষাধ্যক্ষ সুজিত চন্দ, সহ সাধারন সম্পাদক রোমান আহমদ, ক্রীড়া সম্পাদক রিফাত হাসান তুহিন, সহ ক্রীড়া সম্পাদক স্বপন আহমদ, শিক্ষা সম্পাদক মিলাদ হোসেন মাসুদ, সহ প্রচার সম্পাদক জিল্লুর রহমান রনি, সমাজ কল্যান সম্পাদক আবুল কাশেম, কার্য নির্বাহী সদস্য আব্দুল কাদির, শফিকুর রহমান লাভুল, জাবেদ আহমদ, সাদ আহমদ, মুরাদ আহমদ, সদস্য তানভীর, আনু প্রমুখ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন রাহিম উদ্দিন রাহী। অনুষ্ঠানে শীতার্ত দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরন করেন অতিথিবৃন্দ।

বক্তারা বলেন সমাজ বদলের হাতিয়ার হিসেবে সমাজকল্যাণ সংঘগুলো নিঃস্বার্থে পিছিয়ে পড়া জনগোষ্ঠির কল্যাণে কাজ করে যাচ্ছে। শিক্ষা, চিকিৎসা ও সকল মানবসেবামূলক কাজে বন্ধন সমাজ কল্যাণ সংস্থার অংশগ্রহণ ও অবদানও রয়েছে। বক্তারা এই সংঘের মত সকল সামাজিক সংগঠনগুলোকে দেশ জাতী মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

সিলেটভিউ২৪ডটকম/১৩ জানুয়ারি ২০২১/প্রেবি/ডিজেএস-০৪

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.