আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতির বিবৃতি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০১-১৩ ১৯:৫৮:৪১

সিলেট :: বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতির (বামছাস) বামছাস কেন্দ্রীয় কমিটি ও প্রত্যেক শাখা কমিটির সাথে সংশ্লিষ্ট সকলস্তরের সদস্যরা বাংলাদেশের কোন মণিপুরী/মীতৈ ছাত্র সংশ্লিষ্ট বা সম্পর্কিত বামছাস ব্যতিত অপরাপর অন্য কোন মণিপুরী/মীতৈ ছাত্র সম্পর্কিত সংগঠন/সংস্থা’র সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনভাবেই সম্পর্ক রাখা কিংবা সংযুক্ত হতে পারবেন না।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ মণিলাল সিংহ ও সাধারণ সম্পাদক এস কেশব সিংহ এক যৌথ বিবৃতিতে এই অনুরোধ জানিয়েছেন।

বিবৃতিতে তারা বলেন, উক্ত অনুরোধ বা জারিকৃত নির্দেশ অমান্যকারী ব্যক্তিকে পরবর্তী আর কোনরূপ নোটিশ ব্যতিত সরাসরি গঠনতন্ত্রের বিধি মোতাবেক যথাযথ ব্যবস্থা গ্রহণ করার এখতিয়ার বামছাস-কেন্দ্রীয় কমিটির থাকবে।

সিলেটভিউ২৪ডটকম/১৩ জানুয়ারি ২০২১/প্রেবি/ডিজেএস-০৭

শেয়ার করুন

আপনার মতামত দিন