Sylhet View 24 PRINT

পদ্মলোচন বহুমূখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০৩ ব্যাচের পূণর্মিলনী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০১-১৫ ২০:৫৩:৫৬

সিলেট :: ‘যেথায় থাকি, যে যেখানে, বাঁধন আছে প্রাণে প্রাণে’ সেই প্রাণের বাঁধনে মনের উচ্ছাসে মিলিত হয়েছিল সিলাম পদ্মলোচন বহুমূখী উচ্চ বিদ্যালয় এসএসসি ২০০৩ ইং ব্যাচের শিক্ষার্থীরা।

শুক্রবার (১৫জানুয়ারি) দুপুর ২টায় দক্ষিণ সুরমা উপজেলার সিলাম রিজেন্ট পার্কে এসএসসি ২০০৩ সালের শিক্ষার্থীদের পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়। সেখানে সবাই গেয়ে উঠে বিশ্বকবি রবিন্দ্রনাথ ঠাকুরের,  পুরানো সেই দিনের কথা ভুলবি কিরে হায়/ও সেই চোখের দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়?/আয়, আরেকটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয়/ মোরা সুখের-দুঃখের কথা কব, প্রাণ জুড়াবে তায়।/ মোরা ভোরের বেলায় ফুল তুলেছি, দুলেছি দোলায়/বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়/ তার মাঝে হল ছাড়াছাড়ি, গেলেম কে কোথায়/ আবার দেখা যদি হল, সখা, প্রাণের মাঝে আয়।

১৮ বছর পর শুক্রবার দুপুরে শুরু হওয়া পূর্ণমিলনী অনুষ্ঠানে সিলাম পদ্মলোচন বহুমূখী উচ্চ বিদ্যালয় এসএসসি ২০০৩ ইং ব্যাচের সকল বন্ধুরা একে অপরকে ফুল দিয়ে বরণ করে নেয়।

সুলতান সুমন, শাহ মঞ্জুরুল ইসলাম জুয়েল ও সৈয়দ আনসার আলীর সঞ্চালনায় অুনষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিপু রহমান। এরপর মাধ্যমিক স্কুল জীবনের অনুভূতি প্রকাশ ও শিক্ষকদের স্মৃতিচারণ করেন উর্মি, মীরা,  সৈয়দা মারজানা বেগম, আমিনা বেগম, শাবানা বেগম, তানিয়া আক্তার, সুমি আক্তার, রুজিনা বেগম, সুমি বেগম, লিপি আক্তার, সুলতানা জাহান রুনা।

ছেলেদের মধ্যে স্মৃতিচারণ করেন, তাজুল ইসলাম জনি, ইশতিয়াকুর রহমান, আশরাফুল ইসলাম মাছুম, তানভির আহমদ, মোসাদ্দেক হোসাইন সুজন, মঞ্জুর হোসেন আদিল, সুমন শাহ, হারুন আহমদ, আশরাফুল আলম মাছুম, মাছুম আহমদ, লিবন দাস, খৌশিক দাস, লিটন চন্দ দাস, মিদুল চন্দ দাস, সৈয়দ সোহেদ আহমদ, মনোয়ার হোসেন, বাবলু, সেবুল আহমদ,সুমন আহমদ, খছরুজ্জামান, সাদিকুর রহমান, রুমেল আমদ, নুরুল আমিন, রাহেল আহমদ, সৈয়দুর রহমানসহ প্রমূখ। এছাড়াও ২০০৩ ব্যাচের প্রবাসে অবস্থানরত সকল বন্ধুরা ভিডিও কলের মাধ্যমে পূর্ণমিলনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

পুনর্মিলনী অনুষ্ঠানে যারা এসেছিলেন তাদের সবারই বক্তব্য ছিলো, এমন সম্পর্কের বন্ধন অটুট থাক, পাশাপাশি এগিয়ে যাক তাদের এই প্রিয় বিদ্যাপীঠ।

সিলেটভিউ২৪ডটকম/১৫ জানুয়ারি ২০২১/ডিজেএস-১০

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.