আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

আলাপুর ওয়েলফেয়ার অর্গানাইজেশন'র ঘর উপহার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০১-১৬ ১০:৫০:১৯

বালাগঞ্জ প্রতিনিধি: যুক্তরাজ্যস্থ আলাপুর ওয়েলফেয়ার এন্ড চ্যারিটি অর্গানাইজেশন'র উদ্যোগে জনৈক্য স্বল্প আয়ের এক ব্যক্তির জন্য গৃহ নির্মাণ করে দেয়া হয়েছে। অর্গানাইজেশন’র গৃহ নির্মাণ তহবিল থেকে ২লাখ টাকা ব্যয়ে এ পাকাঘর নির্মাণ করে দেয়া হয়েছে।

বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের আলাপুর গ্রামে এ পাকাঘর নির্মাণ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়ে গেছে।

এদিকে শুক্রবার (১৫ জানুয়ারি) দুপুরে অর্গানাইজেশন গ্রুপের সিনিয়র সদস্য গোলাম মোস্তফা, শাহ আলম, আমিনুর রহমান তুহেল, মার্জান আহমদ প্রমুখ নির্মিত এ পাকাঘর পরিদর্শন করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ পাকাঘর নির্মাণ প্রকল্পে গ্রুপের প্রবাসী সদস্য আমেরিকা প্রবাসী মুজিবুর রহমান, ফুয়াদ রহমান, যুক্তরাজ্য প্রবাসী গোলাম রব্বানী, লিটন আহমেদ, সুজন আহমেদ, মুহাম্মাদ আলী রুহুল, মুহাম্মাদ আলী সেজন, ফ্রান্স প্রবাসী কামরুজ্জামান বুলবুল এবং অতিথি দাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী শাহ আলম রিপন, সেবুল আহমেদ, জাহাঙ্গীর হোসেন এছাড়া দেশি-বিদেশি সদস্যদের পক্ষে দান করেছেন প্রবাসী সদস্য মুহাম্মদ শহীদুর রহমান।


সিলেট ভিউ ২৪ ডটকম/ জিলু/পিটি-১


শেয়ার করুন

আপনার মতামত দিন