আজ মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ইং

ওসমানীনগরে শীতবস্ত্র বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০১-১৮ ১৮:৪৩:৩৫

ওসমানীনগর প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগরে আলহাজ্ব মো: সাহিদ উল্যা ও আফতেরা বিবি ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় দারিদ্র শীতার্থ লোকজনদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ উপলেক্ষ সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলার তাজপুর ইউনিয়নের সুরতপুর গ্রামের কে.জি.ডি.এস উচ্চ বিদ্যালয়ের মাঠে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিলেট জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান চৌধুরী বলেন, যুদ্ধবিধ্বস্ত দেশের মানুষের মৌলিক অধিকার বস্থবায়নের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন নিরলস প্রচেষ্টা করে যাচ্ছিলেন ঠিক তখনি পাকিস্থানিদের প্রেতাত্মারা নির্মমভাবে তাকে হত্যা করেছিল। সেদিন বিদেশে থাকায় ভাগ্যক্রমে তাঁর দুই তনয়া বেঁচে যাওয়ায় শেখ হাসিনার হাত ধরে বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়িত হচ্ছে।

বিদ্যালয়ের সাবেক সভাপতি হাজী ময়না মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সহ-সভাপতি আব্দুল হামিদ, বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া, ইউপি চেয়ারম্যান এমরান রব্বানী, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক অরুনোদয় পাল ঝলক, সাংগঠনিক সম্পাদক আনা মিয়া, ফেরদৌস খান, লুৎফুর রহমান, উপজেলা সেচ্ছা সেবকলীগের আহবায়ক চঞ্চল পাল।

অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন ক্বারি খছরুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন ইউপি সদস্য আলী জাবেদ সুমন।

ট্রাস্টি পরিবারের সদস্য যুক্তরাজ্য প্রবাসী আলী হোসেন ও ধারাভার্ষকার জুয়েল আহমদ নূরের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সদস্য খালিক মিয়া, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সিলেট জেলা শাখার সাংগঠনিক কবিরুল ইসলাম কবির, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন, উপজেলা কৃষক লীগের যুগ্মআহবায়ক জায়েদুল আম্বিয়া কার্জন, যুবলীগ নেতা মঈন উদ্দিন মোহন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন ও সমাজসেবী মন্নান মিয়াসহ আরও অনেকে।

শীতবস্ত্র বিতরণী কার্যক্রমের আয়োজনে ছিলেন ময়না মিয়া, নূর মিয়া, মরহুম রইছ মিয়ার পরিবারবর্গ, মনসুর মিয়া, আলী আকবর,আলী আমজদ, আলী হোসেন, আলী আহমদ, মালিক মিয়া, সাদিক মিয়া, ইপু মিয়া, শাহীন মিয়া, সেজাদ মিয়া, আলী জাবেদ, হাফিজ রুমান মিয়া,মাহবুব মিয়া। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেনওি মাওলানা তাজ উদ্দিন আহমদ।


সিলেটভিউ২৪ডটকম / রনিক / ডালিম-৬

শেয়ার করুন

আপনার মতামত দিন