Sylhet View 24 PRINT

লালাবাজারে রেড ক্রিসেন্ট সোসাইটি’র নগদ ১৩ লাখ টাকা বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০১-২০ ১৮:১৫:৪৭

সিলেট :: রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আবদুর রহমান জামিল বলেছেন, রেডক্রিসেন্ট সবসময়ই অসহায় মানুষের কল্যাণে কাজ করে। বিশেষ করে গ্রামের মানুষের কল্যাণে কাজ করছে। এজন্যে এবার গ্রামের মানুষের উন্নয়নের জন্য গৃহীত কর্মসূচির আওতায় রেডক্রিসেন্ট নগদ অর্থ ও সবজি বীজ বিতরণ করছে। আমাদের বিশ্বাস এই নগদ অর্থ ও সবজি বীজকে কাজে লাগিয়ে গ্রামের মানুষ যেমন ব্যক্তিগতভাবে উপকৃত হবেন, তেমনি গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তার  উন্নয়নের ধারায় আমাদেরকেও শরিক হতে হবে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে বুধবার দক্ষিণ সুরমার  লালাবাজার ইউনিয়নে লালাবাজার স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে নগদ অর্থ ও সবজি বীজের প্যাকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জাতীয় সদর দফতর ও আইএফআরসি-এর সহযোগিতায় দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের ৩০০ পরিবারের মধ্যে নগদ ১৩ লক্ষ ৫০ হাজার টাকা ও ৮ টি আইটেমের ৩০০ প্যাকেট সবজির বীজ বিতরণ করা হয়।

রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের কার্যকরী পরিষদ সদস্য সোয়েব আহমদের সভাপতিত্বে ও সাবেক যুব প্রধান মো. নাজিম খানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের কার্যকরী পরিষদ সদস্য সাইফুর রহমান খোকন, সিলেট ইউনিট-এর উপ-পরিচালক আব্দুস সালাম, লালাবাজার স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি এডভোকেট মুহিদ হোসেন, সাবেক সভাপতি বুলবুল আহমেদ, অধ্যক্ষ সফিকুল হক, কমিউনিটি নেতা ফয়েজ উদ্দিন এলেন, রাজনীতিবিদ আবদুল গাফফার, তোয়াজিদুল হক তুহিন, আশিক আলী, নাজিম উদ্দিন রাসেল, আইএফআরসি-এর প্রতিনিধি জিয়াউল হক হিমেল, জাতীয় সদর দফতরের প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস, শান্ত রাব্বি, বাংলাদেশ ডাক বিভাগের পোস্ট অফিস সুপার সিলেট মলয় কান্তি সরকার, পোস্ট অফিস পরিদর্শক সিলেট পূর্ব উপ বিভাগ বাবলু রায়, পোস্ট অফিস পরিদর্শক কুলাউড়া উপ বিভাগ লিপটন রঞ্জন রায়,  রাজনীতিবিদ মকদ্দস আলী, যুব রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের বিভাগীয় প্রধান রিনা বেগম, বদরুল আজাদ শুভ, মুজিব খান ফাহিম, বিভাগীয় উপ প্রধান সুমেল চৌধুরী, নাইমা খান রুমা, যুব সদস্য মোস্তফা আহমেদ, ইয়াহিয়া, সুমিত অধিকারী, মাজারুজ জামান খান, আনিকা, মৌসুমি প্রমুখ।


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১০

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.