আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

একটি শান্তিপূর্ণ দেশ চাই আমরা : জি.এম মানিক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০১-২২ ২৩:৫৬:৪০

সিলেট :: ‘বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা’র একচল্লিশ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদ কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২২শে জানুয়ারি) ‘বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা,সিলেট জেলা শাখা’র উদ্যোগে হযরত শাহ্-জালাল(র.)-এঁর দরগাহ্ প্রাঙ্গণ যিয়ারতের পর সিলেট নগরীতে এক বর্ণাঢ্য মিছিল বের হয়। মিছিলোত্তর পথসভা অনুষ্ঠিত হয় নগরীর কামরান চত্বরে।

সিলেট জেলা ছাত্রসেনা সভাপতি ছাত্রনেতা আলাউদ্দিনের সভাপতিত্বে ও সম্পাদক আব্দুস সবুর ইমনের সঞ্চালনায় এ পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী যুবসেনা কেন্দ্রীয় পরিষদের যুগ্ম-সাংগঠনিক সম্পাদক যুবনেতা মুহাম্মদ নূরুল হক চিশতী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা জি.এম শাহাদাত হোসাইন মানিক।

মুহাম্মদ নূরুল হক চিশতী ও জি.এম শাহাদাত হোসাইন মানিক,উভয়েই তাঁদের বক্তব্যে ছাত্র-জনতার প্রতি এক বার্তা পাঠান। তাঁরা বলেন— প্রতিষ্ঠা হতে এ-অবধি গুম-খুন-রাহাজানি-ছিনতাই-ধর্ষণ সহ যাবতীয় অনাচার-অবিচারের বিরুদ্ধে সোচ্চার ছিলো ছাত্রসেনা। আমরা এ-দেশকে একটি সুষ্ঠু-শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়তে চাই। এজন্যে নৈতিকতাসম্পন্ন তরুণদের বিকল্প নেই। ছাত্রসেনা এ-গুরু দায়িত্ব পালন করে আসছে।
ছাত্রসেনা এ-দেশে মদিনা-সনদানুযায়ী বিধান প্রতিষ্ঠিত করতে চায়। গড়তে চায় সাম্যের মৈত্রী।

মিছিল ও পথসভায় অন্যান্যদের মধ্যে ছিলেন ছাত্রনেতা কাওছার আহমদ,রাজু চৌধুরী,জাবেদুল ইসলাম,আলী আকবর,রুহুল আমীন,আব্দুল কাইয়ুম,শুয়াইবুর রহমান,আলী জাবের,বুরহান উদ্দিন,হুসাইন আহমদ,শাকিল আহমদ,আলিমুর রহমান,জামিল করিম,সালাম,সোহাগ সহ শতাধিক নেতা-কর্মী।


সিলেটভিউ২৪ডটকম / প্রেবি /  ডালিম-৫

শেয়ার করুন

আপনার মতামত দিন