আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

২য় দ্বৈত শেখ রাসেল স্মৃতি সংসদ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০১-২৪ ১৫:০৫:৫২

সিলেট :: ২য় দ্বৈত শেখ রাসেল স্মৃতি সংসদ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।

শনিবার (২৩ জানুয়ারি) রাত ৮টায় নগরীর ১০নং ওয়ার্ডস্থ পিডিবি উচ্চ বিদ্যালয়ের মাঠে শেখ রাসেল স্মৃতি সংসদ এর উদ্যোগে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

পিডিবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কীতেন্দ্র কুমার দাসের সভাপতিত্বে ও সুমন আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, আগামীতে মহানগরীরের প্রতিটি ওয়ার্ডে শেখ রাসেল স্মৃতি সংসদ ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করার প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, যুব সমাজকে রক্ষা করতে হলে প্রতিটি ওয়ার্ডে খেলাধুলার আয়োজন করতে হবে। আমরা তাদেরকে যতবেশি খেলাধুলা কর্মকান্ডে সম্পৃক্ত করতে পারবো ততবেশি তারা শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকবে।’ ‘সুস্থ দেহ মানেই সুস্থ মন। খেলাধুলা জীবনকে করে সুন্দর ও পরিশীলিত।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ড কাউন্সিলর মখলেছুর রহমান কামরান, হলি সিলেট সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম শফি, ১০ নং ওয়ার্ড কাউন্সিলর তারেক উদ্দিন তাজ, পিডিবি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম লস্কর, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ইফতে কামরুল হাসান তায়েফ।

খেলা পরিচালনা কমিটির দায়িত্ব পালন করেন মোর্শেদ আহমদ রানা, জামান মুন্না, মুক্তাদির, মোজ্জামিল, জুয়েল আহমদ, তাওহীদ আহমদ শিপার, সুজন আহমেদ, সোহেল খান, ইমরান, কামরান, ফরিদ, রিহাব, রাফী, সানী, রিমন, আলাউদ্দিন, বাদশা, ফরিদ প্রমুখ।



সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৫

শেয়ার করুন

আপনার মতামত দিন