আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

ভোটকেন্দ্র পাহারা দিয়ে বিজয় নিশ্চিত করুন: ফয়সল চৌধুরী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০১-২৪ ১৬:৫১:৫২

সিলেট :: সিলেটের গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী শাহীনের পক্ষে দিনভর গণসংযোগ করেছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে ঐক্যফ্রন্টের বিএনপি মনোনীত সাবেক প্রার্থী ও সিলেট জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী।

শনিবার বিকেলে গণসংযোগ শুরুর আগে চৌমুহনীতে পথসভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ফয়সল চৌধুরী বলেন, ভোটকেন্দ্র পাহারা দিতে হবে। ভোটের বাতাসে দুলছে সোনালী ধানের শীষ। এ অবস্থায় ভোট যাতে ছিনতাই না হয় এ ব্যাপারে শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের সচেতন থাকতে হবে।

তিনি বলেন, এই সরকারের আমলে অতীতেও ভোট লুন্ঠন হয়েছে। বিভিন্ন নির্বাচনে আওয়ামী সন্ত্রাসীরা কেন্দ্র দখল করে বিএনপি প্রার্থীদের বিজয় ছিনতাই করতে দেখেছেন দেশের মানুষ। গোলাপগঞ্জে কিছুতেই তা হতে দেয়া যাবেনা।

সভায় সভাপতিত্ব করেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আশফাক আহমদ চৌধুরী।  

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কাইয়ুম আহমদ চৌধুরী, এমরান আহমদ চৌধুরী, অ্যাডভোকেট হাসান পাটওয়ারি রিপন, মাহবুবুল হক চৌধুরী,  সিলেট জেলা যুবদলের সাবেক সভাপতি এম এ মান্নান ও প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন।

সভাশেষে শুরু হয় এক বিরাট নির্বাচনী মিছিল ও গণসংযোগ।

এসময় উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আতাউর রহমান উতু, রুহেল আহমদ, মাহবুবুর রহমান ফয়সল, মনিরুজ্জামান উজ্জল, মামুনুর রশিদ মামুন,পৌর বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য মসিউর রহমান মুহি, আলেকুজ্জামান আলেক, পৌর যুবদল নেতা অ্যাডভোকেট মামুন আহমদ রিপন, সালাহ উদ্দিন আহমদ, শাহজাহান আহমদ, আবুল কালাম খোকন, শাহনুর আহমদ, কামাল আহমদ, মুন্না আহমদ, জিয়া আহমদ, মিজানুর রহমান, সাদ্দাম আহমেদ, শিপন আহমদ, আল নবী চৌধুরী শিপন, উপজেলা ছাত্রদলের আহবায়ক তানজিম আহাদ, সদস্য-সচিব ফাহিম চৌধুরী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহান আহমদ, পৌর ছাত্রদলের আহবায়ক তারেক আহমদ চৌধুরী সদস্য সচিব টিপু সুলতান, ঢাকাদক্ষিণ সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মতিউর রহমান প্রমুখ।

এছাড়াও উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ডের সকল পর্যায়ের বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পথসভা শেষে নেতৃবৃন্দ নির্বাচনী মিছিল বের করেন।

মিছিলটি চৌমুহনা থেকে শুরু হয়ে আহমদ খান রোড, কদমতলী হয়ে পৌরসদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। নেতৃবৃন্দ বিভিন্ন আবাসিক এলাকা ও ব্যবসা প্রতিষ্ঠানে গণসংযোগও করেন।


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৪

শেয়ার করুন

আপনার মতামত দিন