আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝে শাবির 'স্বপ্নোত্থান'র শীতবস্ত্র বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০১-২৫ ১৭:২৫:৪৯

শাবি প্রতিনিধি :: তৃতীয় লিঙ্গের মানুষদের (হিজড়া) মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন 'স্বপ্নোত্থান'।

স্বপ্নোত্থান উষ্ণতার অভিযান ২০২০' এর দ্বিতীয় ধাপের কর্মসূচির আওতায় এ উপহার সামগ্রী দেয়া হয়।

সোমবার সকালে সিলেটের চৌহাট্টায় অবস্থিত ভোলানন্দ নৈশ উচ্চ বিদ্যালয়ের মাঠে সমাজের অবহেলিত তৃতীয় লিঙ্গের মানুষদের হাতে উপহার হিসেবে কম্বল তুলে দেন সংগঠনটির নেতৃবৃন্দ। এই ধাপে তৃতীয় লিঙ্গের মানুষদের মধ্যে ৩০টি নতুন কম্বল বিতরণ করা হয়।

স্বপ্নোত্থানের সাধারণ সম্পাদক বিবেক রায় বলেন, 'স্বপ্নোত্থান সবসময়ই সমাজের অবহেলিত ও অসহায় মানুষদের জন্য কাজ করে এসেছে। তারই অংশ হিসেবে স্বপ্নোত্থান এবার করোনাকালীন সময়ে তৃতীয় লিঙ্গের মানুষদের সাহায্য করে এসেছে।'

উল্লেখ্য, 'স্বপ্নোত্থান' প্রথম ধাপে মৌলভীবাজারের কুলাউড়ার দিলদারপুর টি এস্টেটের ১০০টি পরিবারের মধ্যে নতুন কম্বল এবং প্রায় ৬০০ জন চা শ্রমিকের মধ্যে সংগ্রহকৃত শীতবস্ত্র বিতরণ করে।


সিলেটভিউ২৪ডটকম/এএএম/এসডি-৬

শেয়ার করুন

আপনার মতামত দিন