আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে নারী উদ্যোক্তাদের মেলবন্ধন, থাকছেন দুই মন্ত্রী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০১-২৫ ১৮:৫৮:২৪

জ্যেষ্ঠ প্রতিবেদক :: এই প্রথমবারের মতো সিলেটে নারী উদ্যোক্তা সম্মেলনের আয়োজন করা হচ্ছে। সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আগামী ২৮ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত তিন দিন এই সম্মেলনের দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে। সম্মেলনে পৃথকভাবে পররাষ্ট্রমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সিলেট চেম্বারের পক্ষ থেকে আজ সোমবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘নারী উদ্যোক্তা সম্মেলন-২০২১’ এর নানা তথ্য জানানো হয়েছে।

সম্মেলনের প্রথম দিনে, আগামী বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উদ্বোধনী অনুষ্ঠান এবং ‘সিলেটের নারী উদ্যোক্তাদের প্রতিবন্ধকতা ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারের প্রধান অতিথি সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, বিশেষ অতিথি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, বিষয়বস্তুর মুখ্য আলোচক উইমেন এন্ড ই-কমার্স (উই) এর সভাপতি নাসিমা আক্তার নিশা।

২৯ জানুয়ারি, শুক্রবার বিকাল ৩টায় ‘নারীর ক্ষমতায়ন ও বঙ্গবন্ধুর ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, বিশেষ অতিথি হিসেবে মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান উপস্থিত থাকবেন।

এদিন উদ্যমী নারী উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করা হবে।

সম্মেলনের শেষ দিনে, আগামী শনিবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ ব্যাংক সিলেট শাখার নির্বাহী পরিচালক মো. খুরশীদ আলম। চেম্বারের নারী উদ্যোক্তা উন্নয়ন সাব কমিটির আহবায়ক সামিয়া বেগম চৌধুরীর সমাপনী বক্তব্যের পর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে সম্মেলন।

আজ সংবাদ সম্মেলনে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আবু তাহের মো. শোয়েব বলেন, ‘এসসিসিআই নারী উদ্যোক্তা সম্মেলন আয়োজন করতে যাচ্ছে। উক্ত সম্মেলনে নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ছাড়াও নারীদের দক্ষতা বৃদ্ধিতে সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হবে।’

নারী উদ্যোক্তা উন্নয়ন সাব কমিটির আহবায়ক সামিয়া বেগম চৌধুরী বলেন, ‘দেশের জনসংখ্যার অধিকাংশই নারী। এ নারী সমাজকে এগিয়ে নেওয়ার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব।’

সংবাদ সম্মেলনে সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সাবেক সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, বর্তমান সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, প্রথম আলোর ব্যুরো প্রধান উজ্জ্বল মেহেদী, বাসস’র সিলেট প্রতিনিধি মকসুদ আহমদ মকসুদ, বিটিভি’র সিলেট প্রতিনিধি মুক্তাদির আহমদ মুক্তা, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মামুন হাসান, সাধারণ সম্পাদক শংকর দাস, বিলকিছ আক্তার সুমি, আব্দুল বাতিন ফয়ছল প্রমুখ উপস্থিত ছিলেন।

সিলেট চেম্বারের নেতৃবৃন্দের মধ্যে সিনিয়র সহসভাপতি চন্দন সাহা, সহসভাপতি তাহমিন আহমদ, পরিচালক মো. মামুন কিবরিয়া সুমন, মাসুদ আহমদ চৌধুরী, মো. সাহিদুর রহমান, ফালাহ উদ্দিন আলী আহমদ, মো. আব্দুর রহমান জামিল, আলীমুল এহছান চৌধুরী, ওয়াহিদুজ্জামান চৌধুরী রাজিব, আমিনুজ্জামান জোয়াহির, খন্দকার ইসরার আহমদ রকী প্রমুখ উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/শাদিআচৌ/আরআই-কে -০৬

শেয়ার করুন

আপনার মতামত দিন