আজ বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে শুরু হলো বঙ্গবন্ধু রয়্যাল ক্যাফ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০১-২৫ ২২:৪৫:২৮

সিলেট :: সিলেট ক্রিকেটার্স এসোসিয়েশনের উদ্যোগে সিলেট জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে বঙ্গবন্ধু রয়্যাল ক্যাফ জুনিয়র একাডেমি কাপ টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট। সোমবার (২৫ জানুয়ারি) সকালে সিলেট জেলা স্টেডিয়ামে জেলার ১০টি একাডেমি দল নিয়ে টুর্ণামেন্টটি শুরু হয়েছে।

সকাল সাড়ে ৯টায় ক্রিকেটার ইমরান আলী এনামের সঞ্চালনায় একাডেমি কাপ টি-২০ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রয়্যাল ক্যাফের পরিচালক রুপক তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রয়্যাল ক্যাফের এইচ.আর রাতুল খন্দকার, সিলেট জেলা ক্রিকেট কোচ রানা মিয়া, এসএনপি স্পোর্টস২৪ডটকমের নির্বাহী সম্পাদক কাইয়ুম আল রনি, ক্রিকেট কোচ রিংকু সরকার, একরাম আহমদ, তপু বিশ্বাস প্রমুখ।

টুর্নামেন্টটিতে ২টি গ্রুপে অংশ নিচ্ছে ১০টি দল। এ গ্রুপের দলগুলো হল- গ্রীণ সিলেট ক্রিকেট একাডেমি-১, ক্লেমন সুরমা ক্রিকেট একাডেমি-১, বেসিক ক্রিকেট একাডেমি-১, রাগীব রাবেয়া স্পোর্টস একাডেমি ও সিলেট টাইগার্স ক্রিকেট সেন্টার। বি গ্রুপের দলগুলো হল-  সরকারি শিশু পরিবার (টিম এসএসপি-এসএনপি), গ্রীণ সিলেট ক্রিকেট একাডেমি-২, ক্লেমন সুরমা ক্রিকেট একাডেমি-২, বেসিক ক্রিকেট একাডেমি-২ ও বিয়ানীবাজার ক্রিকেট একাডেমি।

একাডেমি কাপ টি-২০ ক্রিকেটে স্পন্সর করেছে কফি ব্র্যান্ড রয়্যাল কফি। টুর্ণামেন্টটির মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে পূর্ণাঙ্গ অনলাইন স্পোর্টস গণমাধ্যম এসএনপিস্পোর্টস২৪ডটকম।


সিলেটভিউ২৪ডটকম / প্রেবি / ডালিম-১৫

শেয়ার করুন

আপনার মতামত দিন