Sylhet View 24 PRINT

নৌকার বিরোধীকারীরা ছাড় পাবে না : শফিকুর রহমান চৌধুরী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০১-২৬ ১০:৪৫:২৬

গোলাপগঞ্জ প্রতিনিধি :: সিলেট জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী যার হাতে নৌকা দিয়েছেন তার পক্ষে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন তারা অবিলম্বে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। অন্যথায় নৌকার বিরোধীতা করলে কেউ ছাড় পাবেন না।

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের এই অগ্রযাত্রায় গোলাপগঞ্জেও উন্নয়ন হয়েছে। নৌকার প্রার্থী শেখ হাসিনার প্রার্থী। আগামীদিনে পৌরসভার কাঙ্খিত উন্নয়নে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে।

এসময় তিনি বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি  নির্বাচনে জাতীয় পার্টি দাবি করে বিশ্বনাথ-ওসমানীনগর  আসন তাদের দিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনে সে আসন জাতীয় পার্টিকে দিয়েছিলেন। তখন নেত্রীর নির্দেশে মনোনয়ন প্রত্যাহার করেছিলেন।

আসন্ন ৩০ তারিখের নির্বাচনে নৌকার প্রার্থী মোঃ রুহেল আহমদ এর সমর্থনে  এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা আওয়ামীলীগের সভাপতি  এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ূন ইসলাম কামাল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট রনজিত সরকার, সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন,  মনজুর সাফি চৌধুরী এলিম, এডভোকেট ফখরুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সদস্য মুক্তার খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মনছুর আহমদ,  উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগের  সাবেক সিনিয়র সহ-সভাপতি আরিফ চৌধুরী কফি, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক  সভাপতি খায়রুল হক, পৌর আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন ইরান ,বাঘা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইদ আহমদ সুহেদ,  আওয়ামীলীগের সাবেক সভাপতি খায়রুল হক, নাজিমুল হক লস্কর,  সাবেক ছাত্রনেতা হোসেন আহমদ, পৌর আওয়ামীলীগ নেতা মাজেদ শরীফ চৌধুরী প্রমুখ।


সিলেট ভিউ ২৪ ডটকম/এনাম/পিটি-১

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.