আজ বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১ ইং
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় এলজিইডির আওতায় আব্দুল লতিফ সড়ক উন্নয়ন কাজের মালামাল সরবরাহের কাজ না দেওয়ায় সড়কের নির্মানাধীন সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা।
এমন অভিযোগ এনে ফেঞ্চুগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইমন এন্টারপ্রাইজ এন্ড মেসার্স জামাল এন্টারপ্রাইজ (জেবি) এর চেয়ারম্যান এমজি তোফাজ্জল হোসেন সুমন। গতকাল সোমবার (২৫ জানুয়ারি) ফেঞ্চুগঞ্জ থানায় সাধারণ ডায়েরি নং ১২৭১ দায়ের করেন।
জিডিতে তিনি উল্লেখ করেন, ফেঞ্চুগঞ্জ মরহুম আব্দুল লতিফ সড়ক আরসিসি করণ ও সীমানা প্রাচীর নির্মাণ কাজ করছে তার প্রতিষ্ঠান । নির্মাণ কাজের জন্য স্থানীয় কিছু লোক ইট বালু ও পাথরসহ অন্যান্য নির্মাণ সামগ্রী সরবরাহ করতে চাইলে তিনি সরবরাহকারীদের নিকট থেকে তা নেন নি। এর মধ্যে গত ২১ জানুয়ারি মধ্যরাতে অজ্ঞাতনামা ব্যক্তিরা উক্ত সড়কের প্রায় ২শত ফুট গাইড ওয়াল ভেঙ্গে ক্ষতিসাধন করে।
ঠিকাদার তোফাজ্জল হোসেন সুমন জিডিতে আরও উল্লেখ করেন, তিনি যাদেরকে মালামাল সরবরাহের কাজ দেন নাই তারাই ক্ষতি করার উদ্দেশ্যে এমনটা করতে পারে বলে তার সন্দেহ।
সিলেট ভিউ ২৪ ডটকম/ফরিদ/পিটি-৬