আজ মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ইং

সাংবাদিক মহিউদ্দিন শীরু স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০১-২৬ ১৬:৪৯:২৫

সিলেট :: সিলেটের সাংবাদিক মহিউদ্দিন শীরু স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পূর্ণ হয়েছে।

সোমবার রাত ৯টায় সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে সিলেট নগরীর শাহী ঈদগাস্থ পানি উন্নয়ন বোর্ড মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পূর্ণ হয়।

ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আরমান আহমদ শিপলু।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন, সিনিয়র সদস্য গোপাল বাহাদুর, উত্তম বাহাদুর, যুগ্ম সম্পাদক রেজওয়ান আহমদ, সদস্য গপ্পু বাহাদুর প্রমুখ।

টুর্নামেন্টে মোট ১২টি দল অংশগ্রহণ করে।

প্রধান অতিথির বক্তব্যে ডা. আরমান আহমদ শিপলু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের ক্রীড়া অঙ্গনে ব্যাপক উন্নয়ন করছেন খেলোয়ারদের বিভিন্ন ধরণের সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন। যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সুরমা বয়েজ ক্লাব বছর জুড়েই সিলেটের বিশিষ্টজনদের নামে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টনসহ বিভিন্ন ধরনের খেলার আয়োজন করছে। যার কারনে যুব সমাজ খেলার প্রতি মনোযোগী হয়ে উঠছে।

তিনি বলেন, খেলার মাধ্যমে ভাল খেলোয়াড় তৈরী হলে তারা দেশে বিদেশে সুনাম বয়ে আনতে পারবে। তাই লেখাপড়ার পাশাপাশি নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি মনোযোগী হতে হবে। যুব সমাজের অবক্ষয় রোধে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার মাধ্যমে শরীরিক ও মানসিক বিকাশ ঘটে। লেখাপড়াকে অগ্রাধিকার দিয়ে খেলাধুলার প্রতি সকলের মনোযোগী হওয়া প্রয়োজন। খেলাধুলা একজন খেলোয়াড়কে শৃঙ্খলা রক্ষায় অভ্যস্থ করে তুলে।


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১

শেয়ার করুন

আপনার মতামত দিন