আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

প্রথম দিন ভ্যাকসিন নিচ্ছেন সিলেটের এমপি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০১-২৭ ১৬:২৪:৩২

সিলেটভিউ ডেস্ক :: রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে টিকা দেওয়ার মধ্য ‍দিয়ে সারা দেশে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হলো। বুধবার (২৭ জানুয়ারি) বিকালে গণভবন থেকে ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
টিকার প্রথম ডোজ নেন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু বেরুনিকা কস্তা। এদিন আরও ২৪ জনকে টিকা দেওয়া হবে। ভিডিও কনফারেন্সে প্রথম ৫ জনের ওপর টিকার প্রয়োগ সরাসরি প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার ঢাকার পাঁচটি হাসপাতালের ৪০০ থেকে ৫০০ জনকে টিকা দেওয়া হবে। সারাদেশে টিকাদান কার্যক্রম শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি।

প্রথম যারা টিকা পাবেন, তাদের মধ্যে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী ছাড়াও পুলিশ, সেনাবাহিনী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এদিকে, প্রথম এমপি হিসেবে টিকা নিচ্ছেন সিলেট-৫ আসনের সাংসদ হাফিজ আহমদ মজুমদার। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বুধবার প্রথম টিকা নিতে যাওয়া ২৫ জনের মধ্যে আছেন তিনি। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ এরই মধ্যে কুর্মিটোলা হাসপাতালে পৌঁছেছেন।


সিলেটভিউ২৪ডটকম / যুগান্তর / ডালিম-৬

শেয়ার করুন

আপনার মতামত দিন