আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

বিয়ানীবাজারে হাওরে মহিলার অর্ধদগ্ধ লাশ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০১-২৭ ১৭:২১:১৭

বিয়ানীবাজার প্রতিনিধি :: বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের গজারাই দিঘীরপার এলাকার হাওর থেকে অর্ধদগ্ধ এক মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে গ্রামবাসী লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

বিয়ানীবাজার থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছেন।

স্থানীয়রা ধারণা করছেন, লাশটি অজ্ঞাত কোনো মহিলার। তাকে হত্যা করে নেড়া দিয়ে পুড়িয়ে দেয়। মূলত: খুনিরা লাশের পরিচয় চাপা দিতে হত্যার পর এমন নৃশংস ঘটনা ঘটিয়েছে বলে স্থানীয়রা অনুমান করছেন। এমন নৃশংস ঘটনার খবর পেয়ে আশপাশ এলাকা থেকে উৎসুক জনতা ছুটে এসেছেন।

স্থানীয়রা জানান, লাশটি দেখে সহজেই অনুমান করা যাচ্ছে এটি কোনো মহিলার দগ্ধ মরদেহ। আংশিক দগ্ধ লাশের মাথায় লম্বা চুল রয়েছে। অর্ধেক পুড়া পা আকারে ছোট। ধারণা করা যায় প্রাপ্ত বয়স্ক একজন মহিলাকে পুড়নো হয়েছে।

তবে কী অবস্থায় তাকে পুড়ানো হয়েছে সেটি ময়না তদন্তের প্রতিবেদন থেকে জানা যাবে বলছে পুলিশ।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় এ বিষয়ে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যতটুকু জানা গেছে লাশটি আংশিক পুড়ানো রয়েছে। লাশের পরিচয় এখনো শনাক্ত হয়নি। আমরা লাশের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানি হাসপাতালে প্রেরণ করার প্রস্তুতি নিচ্ছি।


সিলেটভিউ২৪ডটকম / এটি / ডালিম-৮

শেয়ার করুন

আপনার মতামত দিন