আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

এবার শাবিতে মেয়েদের হল খোলার বিষয়ে নতুন সিদ্ধান্ত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০২-২২ ২২:২১:৫০

শাবি প্রতিনিধি :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দ্বিতীয় ধাপের ফাইনাল পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাসের বাইরের হল সমূহ খুলে দেয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বেগম সিরাজুন্নেছা চৌধুরী হলের প্রভোস্ট সহকারী অধ্যাপক জাফরিন আহমেদ লিজা।

তিনি বলেন, দ্বিতীয় ধাপের ফাইনাল পরীক্ষা উপলক্ষে আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে বেগম সিরাজুন্নেছা চৌধুরী হলের আওতাধীন ক্যাম্পাসের বাইরের হল সমূহ খুলে দেয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় আগামী ১৭ মে আবাসিক হল এবং ২৪ মে থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস সমূহ চালু করার নির্দেশ দিয়েছে। তাই হল খোলার বিষয়টি স্থগিত করা হয়েছে।


সিলেটভিউ২৪ডটকম / মাসুদ / ডালিম-১২

শেয়ার করুন

আপনার মতামত দিন