আজ বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ ইং

এসএমপির কিউআরটি ও ইআরটি টিমকে জ্যাকেট প্রদান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০২-২৩ ০০:১৭:৫৬

সিলেট :: সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ৬টি থানায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা রক্ষার্থে বিভিন্ন টহল ডিউটির পাশাপাশি যেকোনো পরিস্থিতিতে দ্রুততম সময়ে যে কোন স্থানে আইনানুগ সেবা দেয়ার জন্য প্রতিটি থানায় Quick Response Team (QRT) এবং প্রবাসীদের ভূমি ও সম্পত্তি নিরাপত্তায় দ্রুততম সময়ে আইনানুগ অভিযান পরিচালনায় এসএমপি পুলিশ কমিশনার কার্যালয়ে সংযোজিত Expatriate Response Team (ERT) টিম সমূহকে জ্যাকেট প্রদান করা হয়েছে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) এসএমপি কমিশনার নিশারুল আরিফ ৬টি থানায় ওই টিম দুটির দায়িত্বশীল সদস্যদেরকে QRT ও ERT লেখা সংবলিত জ্যাকেট প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সদর) তোফায়েল আহমেদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি এবং মিডিয়া) বি.এম.আশরাফ উল্যাহ তাহের ও এসএমপির ৬টি থানার অফিসার ইনচার্জবৃন্দ।

সিলেটভিউ২৪ডটকম/ডিজেএস-৩

শেয়ার করুন

আপনার মতামত দিন