Sylhet View 24 PRINT

সিলেটে হিজড়াদের কোরআন শিক্ষা কেন্দ্রের উদ্বোধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০২-২৩ ১০:৩৬:১১

সিলেট : দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসার উদ্যোগে সিলেটে হিজড়াদের জন্য কোরআন শিক্ষা কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেট নগরীর সার্কিট হাউজ সংলগ্ন সুরমা নদীর পাড়ে আবুল হোসেনের পরিচালনায় ও বাউল হিজড়া সংগঠনের সভাপতি রানা ভূইয়ার সভাপতিত্বে কোরআন শিক্ষা কেন্দ্রের উদ্বোধন করেন দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসার প্রতিষ্টাতা পরিচালক হাফেজ মাওলানা মুফতি মুহাম্মদ আবদুর রহমান আজাদ।

এসময় উপস্থিত ছিলেন, দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আজীজ হুসাইনী, শিক্ষক মাওলানা মাহমুদ আল হাসান, এসএমপির মানবিক পুলিশ সদস্য শফি আহমেদ, শিক্ষক হাফেজ মাওলানা হাসান মাহমুদ, সিলেটের দায়িত্বরত শিক্ষক হাফেজ মাওলানা খুবাইব আহমদ, মহনগর হকার্স লীগের সভাপতি রকিব আলী সহ প্রমূখ।

মাওলানা মুফতি মুহাম্মদ আবদুর রহমান আজাদ বলেন, ঢাকাসহ দেশের বেশ কয়েকটি স্থানে আমরা হিজড়াদের জন্য কোরআন শিক্ষা ইতি মধ্যে চালু করেছি। এরই দ্ধারাবাহিকতায় সিলেটেও কোরআন শিক্ষা কেন্দ্রের উদ্বোধন করছি। আমরা চাই হিজড়ারাও কোরআন শিক্ষায় আলোকিত হোক। চাই তারা যেন কোরআনে হাফেজ হয়। তারা মুসলমানের সন্তান কিন্তু অনেকে কোরআন শিক্ষা থেকে বঞ্চিত।  তিনি আরও বলেন, দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসা কোন এনজিও বা কোন রাজনৈতিক সংস্থার সহযোগিতায় নয়। এটা মরহুম আহমেদ ফেরদৌস বারী চৌধুরী ফাউন্ডেশনের পৃষ্টপোষকতায় চলছে।


সিলেট ভিউ ২৪ ডটকম/পিটি-১

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.