Sylhet View 24 PRINT

চট্টগ্রাম থেকে চুরি হওয়া গাড়ি বিক্রি হয় সিলেটে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০২-২৩ ২৩:২৫:৩৬

নিজস্ব প্রতিবেদক :: চোরাই গাড়ি বিক্রির পছন্দের জায়গা হিসেবে সিলেটকে বেছে নিয়েছে একটি গাড়ির চোর চক্র। এ চক্রের সদস্যরা বিভিন্ন ধরণ ও ব্র্যান্ডের গাড়ি চট্টগ্রাম থেকে চুরি করে নিয়ে এসে সিলেট অঞ্চলের বিভিন্ন স্থানে বিক্রি করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে তারা এ অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

তবে শেষ পর্যন্ত এ চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের গ্রেফতারের পর বেরিয়ে আসে এসব চাঞ্চল্যকর তথ্য।

বিষয়টি জানিয়েছেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক ব্রিফিং-কালে সাংবাদিকদের তিনি এসব তথ্য প্রদান করেন।

সাংবাদিক সম্মেলনে জেলা পুলিশ সুপার জানান, গাড়ি চোর চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম থেকে এসব চোরাই গাড়ি নিয়ে এসে সিলেট অঞ্চলের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন। এ গাড়ি চোর চক্রের সদস্যদের ধরতে পুলিশ গত ১৯ ফেব্রুয়ারি এক বিশেষ অভিযান চালায়। এ অভিযানে শ্রীমঙ্গল উপজেলার মাইজদিহি থেকে শুক্রবার গভীর রাতে চারজনকে আটক করে। সেই সাথে চোরাইকৃত বিভিন্ন ব্যান্ডের তিনটি গাড়ি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আকটকৃতরা হলেন- জাহিদ হাসান, জসিম মিয়া, সাইদুল ইসলাম ও লিটন মিয়া। তাদের সবার বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায়।

এ অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) আশরাফুজ্জামান ও এবিএম মুজাহিদুল ইসলাম।


সিলেটভিউ২৪ডটকম / ডেস্ক / ডালিম-১৩

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.