আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

মোগলাবাজার ইউপির সাবেক চেয়ারম্যান চুনু মিয়ার দাফন সম্পন্ন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০২-২৪ ০১:০৩:১১

সিলেট :: দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও মোগলাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব, বাউরবাগ নিবাসী আলহাজ্ব চুনু মিয়া’র নামাজের জানাযা মঙ্গলবার দুপুর ২টায় মোগলাবাজার রেবতী রমন সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

নামাজের জানাযায় ইমামতি করেন জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান।

জানাযার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য, সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন, সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গিরদার, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, সাবেক যুগ্ম সম্পাদক রাজ্জাক হোসেন, সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শামীম আহমদ, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট রফিকুল হক, তেতলি ইউপি সাবেক চেয়ারম্যান মইনুল ইসলাম, মোগলাবাজার ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা।

পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মরহুমের ছোট ভাই অধ্যাপক আব্দুল বাছিত ও ছেলে ময়নুল ইসলাম মঞ্জু।

অন্যান্যের মধ্যে জানাযায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক ফারুক আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী রইছ আলী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, জেলা আওয়ামীলীগ নেতা শহিদুর রহমান সাহিন, বদরুল ইসলাম জাহাঙ্গীর, জেলা পরিষদের সদস্য মতিউর রহমান মতি, আব্দুল আউয়াল কয়েস, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই খসরু, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরান, অধ্যক্ষ জিল্লুর রহমান সুয়েব, মোগলাবাজার থানার ওসি মো. শামসুদ্দোহা, ওসি (তদন্ত) মো. ফরিদ উদ্দিন, দাউদপুর ইউপি চেয়ারম্যান এইচ এম খলিল, কুচাই ইউপি চেয়ারম্যান আবুল কালাম, উত্তর কুশিয়ারা ইউপি চেয়ারম্যান আহমদ জিলু, মোগলাবাজার ইউপি সাবেক চেয়ারম্যান আতাউর রহমান টুনু মিয়া, দাউদপুর ইউপি সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম আলম, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইমাদ উদ্দিন নাসিরী, বিএনপি নেতা নামর আলী, জাতীয় পার্টি নেতা নিমার আলী, অধ্যাপক মুহিবুর রহমান, হাজী আতিকুর রহমান, খিজির খান, পংকি মিয়া, বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন, মোগলাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শানর মিয়া, সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহমদ মেম্বার, লালাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আছাব আহমদ, সিলাম ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক আব্দুল হাই মাস্টার, মোল্লারগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোমিন হোসেন, সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম এরশাদ, সিলাম ইউপি সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুজিবুর রহমান, জেলা জমিয়ত নেতা মাওলানা শরিফ আহমদ সাহান, জয়তুন ওয়েলফেয়ার ট্রাষ্টের সহ সভাপতি এনাম আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক মাশার আহমদ শাহ, তুহিন চৌধুরী, যুবলীগ নেতা সুহেল আহমদ কর্নেল, লায়েক আহমদ জিকু, মনসুর আহমদ চৌধুরী, জাকারিয়া উল হক, হেলাল আহমদ, রুহুল ইসলাম, জালাল আহমদ, অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন মোগলা বাজার শাখার সভাপতি খালেদ আহমদ, সাধারণ সম্পাদক সেবুল আহমদ, মাইক্রবাস শ্রমিক ইউনিয়ন মোগলা বাজার শাখার সভাপতি আনা মিয়া, ইমা লেগুনা শ্রমিক ইউনিয়ন মোগলা বাজার শাখার সভাপতি জুনেদ আহমদ, আনোয়ার হোসেন বিকুল, মোগলা বাজার ব্যাবসায়ী সমিতির সদস্য ফারুক আহমদ রনি, হারুনুর রশিদ হিরন, মদন মোহন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান সানি, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সভাপতি ছদরুল ইসলাম, সহ সভাপতি দুলাল আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা জাবেদুর রহমান ডেনেজ, নাহিদ সুলতান পাশাসহ বিভিন্ন শ্রেণী পেশার সর্বস্তরের জনসাধারণ জানাযায় উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/ডিজেএস-৪


শেয়ার করুন

আপনার মতামত দিন