আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

শনিবার সিলেটের যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০২-২৬ ২৩:১২:১৬

নিজস্ব প্রতিবেদক :: বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২ (সিলেট দপ্তর)-এর নিয়ন্ত্রণাধীন ১১ কেভি ফিডারের আশ-পাশের গাছ-পালার শাখা-প্রশাখা কাটা এবং ফিডারের মেরামত ও সংরক্ষণ কাজের জন্য শনিবার (২৭ ফেব্রুয়ারি) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।  

গত ১৮ ফেব্রুয়ারি বিউবো-২ এর নির্বাহী প্রকৌশলী বিজ্ঞপ্তিতে জানান, ২৭ ফেব্রুয়ারি (শনিবার) বিক্রয় ও বিতরণ বিভাগ-২ (সিলেট দপ্তর)-এর নিয়ন্ত্রণাধীন ১১ কেভি ফিডারের আওতাধীন সিলেট নগরীর নয়াসড়ক, কাজীটুলা, রকিবশাহ মাজার, মানিকপীর মাজার, নয়াসড়ক, বারুতখানা, জেলরোড, হাওয়াপাড়া, চারাদিঘীরপাড়, কিশোরী মোহন স্কুল, নেহার মার্কেট, জিন্দাবাজার ও আশপাশ এলাকায় সকাল ৮টা থেকে ৫টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তবে নির্ধারিত সময়ের আগে উন্নয়ন কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


সিলেটভিউ২৪ডটকম / ডালিম-১৭

শেয়ার করুন

আপনার মতামত দিন