আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

রশিদপুরে দুর্ঘটনায় ওসমানীনগরের নিহত দুজনের দাফন সম্পন্ন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০২-২৬ ২৩:৪৪:৫৪

নিজস্ব প্রতিবেদক :: সিলেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত আটজনের মধ্যে ওসমানীনগরের দুজনসহ মোট তিনজনের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বাদ আছর জানাজা শেষে মানিক পীর (রহ.) কবরস্থালে ডা. রুমেলকে ও ওসমানীনগরের সাদিপুর বাকি দুইজনের দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টায় সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা উপজেলার রশিদপুরের অদূরবর্তী ব্রিজের কাছে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হন। যাদের মধ্যে রয়েছেন ডা. ইমরান। তার স্ত্রী ডা. অন্তরার অবস্থাও আশঙ্কাজনক। তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

জানা গেছে, সিলেট নগরীর ফাজিলচিশত এলাকার বাসিন্দা প্রখ্যাত প্যাথলজিস্ট অধ্যাপক ডা. আমজাদ হোসেনের ছেলে রুমেল জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি সিলেট নগরের উইমেন্স মেডিকেল কলেজে কর্মরত ছিলেন। তাদের দুই কন্যা শিশু রয়েছে।

এদিকে, ওসমানীনগরের সাদিপুর ইউনিয়নের ধরখা গ্রামে চলছে শোকের মাতম। দুর্ঘটনায় নিহত আটজনের মধ্যে এই গ্রামের দুজন প্রাণ হারান। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বাদ এশা স্থানীয় আওরঙ্গপুর মাদরাসা প্রাঙ্গণে জানাজা শেষে ধরখা পঞ্চায়েতি গোরস্তানে তাদের দাফন করা হয়। জানাজার নামাজে হাজরো মুসল্লি অংশ নেন।

ভয়াবহ এ দুর্ঘটনায নিহত আটজন হচ্ছেন- সিলেটের উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক আল মাহমুদ সাদ ইমরান খান (৩৩), এনা পরিবহনের চালক ওসমানীনগর উপজেলার ধরখা গ্রামের মঞ্জুর আলী (৩৮), সুপারভাইজার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিঠাভরা গ্রামের সালমান খান (২৫), হেলপার ধরখা গ্রামের জাহাঙ্গীর হোসেন (২৪), লন্ডন এক্সপ্রেসের চালক ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার রাজানিয়াকান্দি পশ্চিম পাড়ার রুহুল আমিন (৫০), ঢাকার ওয়ারি এলাকার বাসিন্দা কলেজছাত্র নাদিম আহমদ সাগর (১৯), সিলেট নগরের আখালিয়া নায়াবাজার এলাকা শাহ কামাল (৪৫) ও ছাতক উপজেলার বাউয়ালী গ্রামের মফিজ আলীর মেয়ে রহিমা খাতুন (৩০)।


সিলেটভিউ২৪ডটকম / ডালিম-২০

শেয়ার করুন

আপনার মতামত দিন