Sylhet View 24 PRINT

রশিদপুরে তিন উপজেলাবাসীর অবস্থান কর্মসূচী বুধবার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৩-০১ ১৪:১৯:০০

সিলেট :  সিলেটের দক্ষিণ সুরমার রশিদুপর পয়েন্টে ঘন ঘন সড়ক দুর্ঘটনা রোধে জরুরি ভিত্তিতে দক্ষিণ সুরমা, বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলার বাসিন্দারা অবস্থান কর্মসূচীর ডাক দিয়েছেন। রবিবার (২৮ ফেব্রুয়ারি) তিনটি উপজেলার যুব সংগঠকদের উদ্যোগে সর্বস্থরের জনসাধারণের উপস্থিতে রশিদপুরে স্থানীয় একটি কমিনিউটি সেন্টারে শেখ মো.আজাদের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রত্যেকে নিজেদের মতামত উপস্থাপন করেন। এসময় এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি রশিদপুর পয়েন্টে গোল চত্বর নির্মাণসহ ৬ দফা দাবি নিয়ে আগামী বুধবার (৩ মার্চ) সকাল ১০টায় অবস্থান কর্মসূচীর ঘোষণা দেন।

দবিগুলো হলো- রশিদপুর ত্রিমুখি পয়েন্টে গোল চত্বর বা ডিভাইডার নির্মাণ, ৬লেন প্রকল্প বাস্তবায়নের পূর্ব পর্যন্ত স্প্রীড ব্রেকার নিমার্ণ, স্থায়ী ট্রাফিক পুলিশ দেওয়া, রশিদপুর পয়েন্টের দু-পাশ প্রশস্থ করন,যাত্রী ছাউনী নির্মাণ, রোডসাইন।  সভায় সর্ব সম্মতিক্রমে নিরাপদ রশিদপুর বাস্তবায়ন পরিষদ (বিশ্বনাথ,দক্ষিণ সুরমা,ওসমানীনগর) নামে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।  

কমিটিতে শেখ মো.আজাদকে আহবায়ক করে আব্দুল মুমিন মামুন, সাহিদুল ইসলাম, তোয়াহিদুল হক তুহিন, আসাদুজ্জামান নুর আসাদ, মো.আমির আলী, সেবুল আহমদ, মনোহর হোসেন মুন্না, দয়াল উদ্দিন তালুকদার, তানিমুল ইসলাম, মাহবুবুর রহমানকে সদস্য করা হয়।

মতবিনিময় সভায় ছিলেন, আব্দুল মুমিন মামুন, সাহিদুল ইসলাম, তোয়াহিদুল হক তুহিন, আসাদুজ্জামান নুর আসাদ, আমির আলী,শফিক আহমদ,মনোহর হোসেন মুন্না, ফিরোজ আলী, দরছ মিয়া, সেবুল আহমদ,আবুল কালাম রুনু, আহাদ উল্ল্যাহ শাহ, শেখ ফজর আলী, হাসান রহমান টিপু,আবু সাইদ হিরণ, মমিন মর্তুজা শিপন, দয়াল উদ্দিন তালুকদার, হারুন মিয়া, রুমেল আলী, তানিমুল ইসলাম, হোসাইন আহমদ প্রবেল, ফখরুল ইসলাম রেজা, এনাম, লুৎফুর রহমান,  মুজিবুর রহমান মঞ্জু, শাহ শহিদুল ইসলাম সুজা, ফজলুর রহমান শিপন, মুহিব উদ্দিন সুজাত, মাহবুব আহমদ,শাহনুর আলী জয়দু, মোতাহির আলী খান, আবুল হোসেন, রফিক মিয়া, মো.শাহনুর, জাহাঙ্গীর আলম, জাহেদ আহমদ, মো.আবুল হোসেন, মিলাদ, রিপন আহমদ, শাহেদ, রাসেল মিয়া, মামুন আহমদ,আমিম, জালাল উদ্দিন রাজা, কয়েছ আহমদ, আল-আমিন, সাজ্জাদুর রহমান, আব্দুল কাওছার সাজন, শিমুল মিয়া, ইয়াফিন আলী ফজলু, ছমি, জাহিদ, রেদুওয়ান, মাসুম রহমান, রেজুওয়ান, আব্দুস সালাম, তাজুল ইসলাম।


সিলেট ভিউ ২৪ ডটকম/পিটি-১৫

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.