Sylhet View 24 PRINT

গোলাপগঞ্জে বঙ্গবন্ধু ম্যারাথন প্রতিযোগিতা শুরু ৩ মার্চ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৩-০২ ০০:৪৫:১২

গোলাপগঞ্জ প্রতিনিধি :: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু ম্যারাথন প্রতিযোগিতা শুরু হচ্ছে ৩ মার্চ, বুধবার। ঐদিন সকাল ৮ টায় গোলাপগঞ্জ চৌমুহনী থেকে শুরু হয়ে পাঁচ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ঢাকাদক্ষিণ রোডের ধারাবহরস্থ গোলাপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে গিয়ে শেষ হবে।

এসময় গোলাপগঞ্জ-ঢাকাদক্ষিণ সড়কে যানচলাচল বন্ধ থাকবে। এছাড়া ৪ মার্চ থেকে ৭ মার্চ পর্যন্ত প্রতিটি ইউনিয়নে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধু ম্যারাথন অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে সোমবার দুপুর ১২টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সকল শ্রেণী পেশার জনসাধারণকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দেশব্যাপি কর্মসূচীর অধীনে এই ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হচ্ছে বলে সভায় উল্লেখ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির, মেজর আনিসুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপমা দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, প্রকৌশলী মাহমুদুল হাছান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান নাজমুল আলম, সমাজসেবা কর্মকর্তা নুরুল হক, সমবায় কর্মকর্তা জামাল মিয়া, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী, বাদেপাশা ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ, শরীফগঞ্জ ইউপি চেয়ারম্যান এম এ মুমিত হীরা, সদর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা মাহফুজুর রহমান কাশেমী, উপজেলা আওয়ামীলীগ নেতা নাজিমুল হক লস্কর, সিনিয়র সাংবাদিক আব্দুল আহাদ, গোলাপগঞ্জ প্রেসক্লাব সদস্য ফারহান মাসউদ আফছর প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/ডিজেএস-৪

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.