আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

খাদিম নগর ছাত্র ঐক্য পরিষদের অভিষেক সম্পন্ন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৩-০২ ১৮:০০:০৩

সিলেট :: সিলেট সদর উপজেলা ৩নং খাদিম নগর ইউনিয়নের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ‌‘খাদিম নগর ছাত্র ঐক্য পরিষদ’র অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সোমবার বিকালে খাদিম নগর ইউনিয়নের সাহেবের বাজার স্কুল এন্ড কলেজ মিলনায়তনে মোস্তফা হোসেন সম্রাটের সভাপতিত্বে ও সাইদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমেদ।

অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান ছাত্রদের উদ্দেশ্যে বলেছেন, তোমরা ভালো কাজ করো আমরা সবসময় তোমাদের সাথে আছি। ছাত্রের কল্যাণে আগেও ছিলাম, এখনো আছি, আগামিতে থাকবো।

এসময় তিনি ছাত্রদের দিকনির্দেশনা প্রদান করে তাদের শপথ বাক্য পাঠ করিয়ে নতুন কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)এর সিলেট ব্যুরো প্রধান মকসুদ আহমেদ মকসুদ, সাহেবের বাজার স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হারুনুর রশীদ চৌধুরী, খাদিম নগর ছাত্র ঐক্য পরিষদের উপদেষ্টা ডা. জালাল আহমেদ, সাহেবের বাজার স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির শিক্ষানুরাগী সদস্য মো. মামুনুর রশীদ শামিম, খাদিম নগর ইউনিয়নের ১,২,৩নং ওয়ার্ডের মহিলা সদস্য ফরিদা ইয়াসমিন, মোরব্বি মো.ইন্তাজ আলী, সাবেক ছাত্র নেতা সুজেল আহমেদ তালুকদার,
খাদিম নগর ছাত্র ঐক্য পরিষদের উপদেষ্টা মো.ইমাম উদ্দিন, আমিনুর রহমান আল আমিন, মো, দিলোয়ার হোসেন, আব্দুল বাছিত, মো. সাইফুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাহেবের বাজার স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য মোঃ আব্দুর রহিম, ১নং ওয়ার্ডের  মেহেদী হাসান সোহেল, সাহেবের বাজার ফুটবল একাডেমির সভাপতি আরব আলী, খাদিম নগর ছাত্র ঐক্য পরিষদের সহ-সভাপতি-কবি খালেদ সৌরভ, শামিম আহমেদ, মিন্টু বিশ্বাস, রুমন আহমদ সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক খছরুল আলম, সাংগঠনিক সম্পাদক সালমান আল হারুন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল মিয়া, অর্থ সম্পাদক মোঃ শফিকুর রহমান, সহ অর্থ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক মোঃ মোর্শেদ আহমেদ, সহ-প্রচার সম্পাদক শাকেল আহমদ ও রাহাত আহমদ রানা, সহ ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ আব্দুস সালাম, পাঠাগার সম্পাদক মহিন উদ্দিন জয়, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাসান, শিক্ষা বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন, সহ ধর্ম বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মিঠুন নায়েক, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শেখ আজিম শাহ, দপ্তর সম্পাদক বিকাশ শীল রাজ, সহ দপ্তর সম্পাদক জিয়াউর রহমান, আপ্যায়ন সম্পাদক মোঃ কাবেল আহমদ, সহ-আপ্যায়ন সম্পাদক সুজিত চন্দ্র দাস, পরিকল্পনা বিষয়ক সম্পাদক ফরহাদ আহমেদ জাহিদ, কার্যকরী সদস্য মোঃ ফাহিম আহমদ, হাসান আহমদ, রুবেল আহমেদ রাকিন, কাদির আহমদ, আবু মাছুম প্রমুখ।


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৭

শেয়ার করুন

আপনার মতামত দিন