আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

শাবির সকল আবাসিক শিক্ষার্থীদের নিকট জাতীয় পরিচয়পত্রের কপি আহ্বান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৩-০৩ ১৯:১৮:১৯

শাবি প্রতিনিধি :: আগামী ৬ মার্চের মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হলের শিক্ষার্থীদের নিজ নিজ জাতীয় পরিচয়পত্রের কপি সংশ্লিষ্ট হল প্রশাসনের নিকট সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সরবরাহের বিষয়টি বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল প্রশাসন বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজ্ঞপ্তির বিষয়ে শাহপরান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান খান বলেন, ইউজিসি থেকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি চাওয়া হয়েছে। এ প্রেক্ষিতে আমরা শিক্ষার্থীদের সাথে বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করছি। শিক্ষার্থীদেরকে মোবাইলে মেসেজের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র আগামী ৬ মার্চের মধ্যে (০১৭১৭৯০৮৩০১) হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা মেইলে পাঠাতে বলা হয়েছে। এছাড়া শিক্ষার্থীরা চাইলে হল অফিসে সরাসরি জমা দিতে পারবে।  

সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট ড. মোহাম্মদ আবু সাঈদ আরফিন খাঁন বলেন, আগামী ৬ মার্চের মধ্যে হল অফিসে সরাসরি অথবা মেইল আইডিতে হল সংশ্লিষ্ট সকল শিক্ষাক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সরবরাহ করতে বলা হয়েছে। এছাড়া শিক্ষার্থীরা চাইলে হল অফিসে সরাসরি জমা দিতে পারবে।  

প্রথম ছাত্রী হলের প্রভোস্ট অধ্যাপক ড. জায়েদা শারমিন বলেন, প্রথম ছাত্রী হলের একটা মেসেন্জার গ্রুপ আছে। সেখানে আমরা তাদের জাতীয় পরিচয়পত্র আমাদেরকে নির্ধারিত পন্থায় পাঠানো জন্য বলেছি।  

এদিকে গত ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মো. জামিনুর রহমান স্বাক্ষরিত এক জরুরী বিজ্ঞপ্তিতে দেশের সকল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের জাতীয় পরিচয়পত্রের অনুলিপিসহ (ফটোকপি) প্রয়োজনীয় তথ্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পাঠাতে বলা হয়েছে। এর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে হল প্রশাসনের মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের ফটোকপির আহ্বান জানানো হয়েছে। তবে যাদের জাতীয় পরিচয়পত্র নেই সে বিষয়ে কিছু বিজ্ঞপ্তিতে জানানো হয় নি।

তবে কেন শিক্ষার্থীসহ হল সংশ্লিষ্টদের জাতীয় পরিচয় পত্র নেওয়া হচ্ছে জিজ্ঞাসা করলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন বলেন, ‘সম্ভবত করোনার টিকা প্রদান সংশ্লিষ্ট কাজের জন্য এ জাতীয় পরিচয়পত্র নেওয়া হচ্ছে।’

যাদের জাতীয় পরিচয়পত্র নেই তাদের বিষয়ে রেজিস্ট্রার বলেন, শুধুমাত্র জাতীয় পরিচয়পত্রের ফটোকপি চাওয়া হয়েছে। তবে যাদের জাতীয় পরিচয়পত্র নেই তাদের বিষয়ে কিছু জানানো হয় নি। এ বিষয়ে আমরা বিশ্ববিদ্যালয় থেকে কোন সিদ্ধান্ত দিতে পারি না, এতে সরকারি সিদ্ধান্ত লাগবে।

উল্লেখ্য, আবাসিক হলসমূহসহ ক্যাম্পাসের বাইরে হলের সাথে সংযুক্ত আবাসিক ছাত্রী মেসের সকলকেও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি স্ব স্ব আবাসিক হল প্রশাসনের নিকট সরবরাহের জন্য বলা হয়েছে।


সিলেটভিউ২৪ডটকম/এএএম/এসডি-১৭

শেয়ার করুন

আপনার মতামত দিন