আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

জকিগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ সম্পন্ন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৩-০৪ ০১:৪২:২০

সিলেট :: সিলেটের সীমান্তবর্তী জনপদ জকিগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন ২০২১’ সফলভাবে সম্পন্ন হয়েছে।

বুধবার বিকাল ৪টায় ম্যারাথনে অংশগ্রহণকারীগণ জকিগঞ্জ উপজেলা পরিষদ প্রধান গেইট হতে দৌড় শুরু করে জকিগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ সম্মুখ পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার প্রদক্ষিণ করেন।

ম্যারাথনে জনপ্রতিনিধি, সরকারী-বেসরকারী কর্মকর্তাবৃন্দ, সেনাবাহিনীর সদস্যবৃন্দ, বিজিবির সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, ক্রীড়াবিদসহ জকিগঞ্জের সর্বস্তরের মানুষ অংশ নিয়েছেন।

উপজেলা নির্বাহি অফিসার সুমি আক্তারের আমন্ত্রণে এসময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান লোকমান উদ্দীন চৌধুরী, জকিগঞ্জ বিয়ানিবাজার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদিপ্ত রায়, জকিগঞ্জ সহকারি কমিশনার ভূমি পল্লব হোম দাস, জকিগঞ্জ পৌরমেয়র আব্দুল আহাদ, ৩নং কাজলসার ইউ/পি চেয়ারম্যান জুলকরনাইন লস্কর, ৮নং বারঠাকুরি ইউ/পি চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী, থানা অফিসার ইনচার্জ আব্দুল কাশেম খাঁন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুছ ছালাম, উপজেলা কৃষি কর্মকর্তা আরিফ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস, উপজেলা যুব উন্নয়ন দপ্তরের সহ কর্মকর্তা এনামুল হক সরদার, থানা পরিদর্শক (তদন্ত) শুশাংকর রিংকু, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক শিহাব আহমদ, জকিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না, জকিগঞ্জ টিভির এমডি জামাল আহমদ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বাবর হোসাইন চৌধুরী সহ শিক্ষক, সাংবাদিক, ক্রিড়াবিদসহ তৃণমূলের তিন শতাধিক লোকজন।

সিলেটভিউ২৪ডটকম/ডিজেএস-৯

শেয়ার করুন

আপনার মতামত দিন