আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

ফেঞ্চুগঞ্জে ভাষা সৈনিক মরহুম আব্দুল লতিফের জন্মবার্ষিকী পালন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৩-০৪ ১৬:৫২:০৩

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :: মহান স্বাধীনতা যুদ্ধের ফেঞ্চুগঞ্জের অন্যতম সংগঠক মরহুম আব্দুল লতিফের ৯৮তম জন্মদিন আজ।

জাতীর এই শ্রেষ্ঠ সন্তান তাঁর দেশপ্রেম, সততায় স্মরণীয় হয়ে আছেন।

বর্ণাঢ্য জীবনে মরহুম আব্দুল লতিফ ১৯৭১ সালে মুজিবনগর সরকারের ফেঞ্চুগঞ্জ থানার প্রশাসনিক কমিটির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন। ছিলেন  ফেঞ্চুগঞ্জ থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও আমৃত্যু সভাপতি। সিলেট জেলা আওয়ামী লীগের তিন মেয়াদের সহ সভাপতির দায়িত্ব পালন করছেন। ৫২এর ভাষা আন্দোলনের সৈনিক মরহুম আব্দুল লতিফ।

১৯২৩ সালের এই দিনে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার নিজ ছত্তিশ গ্রামে জন্মগ্রহণ করেন।

আওয়ামী লীগের প্রতিষ্ঠা থেকে ফেঞ্চুগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরবর্তীতে আমৃত্যু উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন তিনি।

ইতিহাস থেকে জানা যায়, ১৯৪৯ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত প্রত্যেকটি আন্দোলনে সক্রিয় নেতৃত্ব দিয়েছিলেন কীর্তিমান মরহুম আব্দুল লতিফ। এই কীর্তিমানে নাম উজ্জ্বল করে ধরে রাখতে ফেঞ্চুগঞ্জ উপজেলায় মরহুম আব্দুল লতিফ সড়ক নামে একটি সড়কের নামকরণ করেছেন সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী।


সিলেটভিউ২৪ডটকম/এফইউ/এসডি-৭

শেয়ার করুন

আপনার মতামত দিন