আজ মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ইং

দক্ষিণ সুরমায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন সম্পন্ন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৩-০৫ ০০:৪৪:০৫

সিলেট :: স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের সহযোগীতায় গতকাল ৪ মার্চ বৃস্পতিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন- ২০২১ বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যে অনুষ্ঠিত হয়।

দক্ষিণ সুরমা উপজেলার পারাইরচক কেন্দ্রিয় ট্রাক টার্মিনাল থেকে শুরু হওয়া ম্যারাথন ৫ কিলোমিটার দৌড়ে শ্রীরামপুর সিরাজউদ্দিন আহমদ একাডেমী প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

এর আগে পারাইরচক কেন্দ্রিয় ট্রাক টার্মিনালে ম্যারাথনের উদ্ভোধন করেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল হক।

সিরাজ উদ্দিন আহমদ একাডেমী সমাপনীতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল হক, সেনাবাহিনীর ক্যাপ্টেন সায়েম আল সুলতান, দক্ষিণ সুরমা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শামছুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক রাজ্জাক হোসেন, দক্ষিণ সুরমা থানার ওসি মনিরুল ইসলাম, মোগলাবাজার থানার ওসি সামছুদ্দোহা পিপিএম, দক্ষিণ সুরমা প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সিরাজুল ইসলাম একাডেমীর প্রধান শিক্ষক বেলাল আহমদ, বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন দৌড়ে দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ইমাম, সাংবাদিক, সেনাবাহিনী, পুলিশ, ইসলামী ফাউন্ডেশনের প্রতিনিধি সহ বিভিন্ন পেশার কয়েক’শ লোক অংশগ্রহণ করেন।

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/মিআচৌ -৩


শেয়ার করুন

আপনার মতামত দিন