আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

দক্ষিণ সুরমায় ছাত্র জমিয়তের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৩-০৫ ১১:১১:৫১

সিলেট : ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলাধীন দক্ষিণ সুরমা উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৪ মার্চ) উপজেলার মোগলাবাজার জমিয়ত কার্যালয়ে উপজেলা ছাত্র জমিয়তের দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়। উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি মুহাম্মদ আব্দুর রাহমান রুবেল এর সভাপতিত্বে অধিবেশনের শুরূতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা ছাত্র জমিয়তের পাঠাগার সম্পাদক শফিউল আলম তুহিন। যৌথভাবে দলীয় সংগীত পরিবেশন করেন ফারহান আহমদ ও হাফিজ লুকমান হাকিম।

কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট জেলা সহ সাধারণ সম্পাদক, ছাত্র জমিয়তের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা নজরুল ইসলাম, প্রধান বক্তার বক্তব্য রাখেন  সিলেট জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক মুহাম্মদ লুকমান হাকিম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা ফখরুল ইসলাম। সহ সভাপতি মাওলানা খালিদ আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মাওলানা কামরুল ইসলাম, উপজেলা ছাত্র জমিয়তের সাবেক সভাপতি ও উপজেলা যুব জমিয়তের সভাপতি এম. রেজাউল করিম রাজু, সিলেট জেলা ছাত্র জমিয়তের প্রচার সম্পাদক কে এম তাহমীদ হাসান, উপজেলা জমিয়তের সহ প্রচার সম্পাদক হাফিজ মাওলানা আযাদ আহমদ, যুবনেতা মারুফ আহমদ ফরহাদ প্রমুখ।

কাউন্সিলে উপস্থিত সর্ব-সম্মতিক্রমে মুহাম্মদ আব্দুর রহমান রুবেলকে সভাপতি, মাহমুদুল হাসান নোমানকে সাধারণ সম্পাদক ও শফিউল আলম তুহিনকে সাংগঠনিক সম্পাদক করে ২০২১-২২ সেশনের ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির প্যানেল ঘোষণা করেন উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দিন।

দুই বছর মেয়াদী ২১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটি:
সভাপতি মুহাম্মদ আব্দুর রাহমান রুবেল, সহ সভাপতি আহবাব হাসান সাজিদ, তানভীর আলম সিদ্দিক, মুহাম্মদ শামছুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নোমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ কামরান আহমদ, সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম তুহিন, অর্থ সম্পাদক মুহাম্মদ ফারহান আহমদ, প্রচার সম্পাদক: রাহাতুর রহমান মিরশাদ, প্রশিক্ষণ সম্পাদক রায়হান আহমদ, সাহিত্য সম্পাদক হাফিজ মারজান আহমদ, আলিয়া মাদ্রাসা বিষয়ক সম্পাদক রুহুল আমিন জুয়েল, কলেজ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান, সমাজসেবা সম্পাদক আমিন আহমেদ, পাঠাগার সম্পাদক হাফিজ সিয়াম আহমেদ, দপ্তর সম্পাদক ইয়াহয়া আহমদ, কওমি মাদ্রাসা বিষয়ক সম্পাদক তোফায়েল আহমেদ মাহের, নির্বাহী সদস্য আমিনুর রহমান, বদরুল আলম, জাহিদুর রহমান।


সিলেট ভিউ ২৪ ডটকম/পিটি-৮


শেয়ার করুন

আপনার মতামত দিন