আজ শনিবার, ৩০ মার্চ ২০২৪ ইং

সিলেটে ৫ প্রতিষ্ঠানে র‌্যাবের অভিযান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৩-০৫ ১৮:৪২:১৭

(প্রতীকি ছবি)

সিলেট :: সিলেট নগরীর ২টি রেস্টুরেন্ট ও ৩টি ফাস্টফুডের দোকানে অভিযান চালিয়ে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ ও ভোক্তা অধিকার অধিদপ্তর।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার ওবাইন জানান, বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুর ১১টা থেকে ২টা পর্যন্ত ওই ৫ প্রতিষ্ঠানে চালানো হয়। অভিযানকালে নগরীর বন্দরবাজারস্থ দিলশান রেস্টুরেন্টকে ৩ হাজার, সুমাইয়া ফাস্ট ফুডকে ২ হাজার, নিউ উত্তরা রেস্টুরেন্টকে ৫ হাজার, মা ফাস্ট ফুডকে ২ হাজার ও সুরমা বীজ ভান্ডারকে ৫ হাজার জরিমানা  করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৯ এর উপ-অধিনায়ক মেজর মো. শওকাতুল মোনায়েম, এএসপি ওবাইন ও আফসান আল আলম এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটে সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ।  


সিলেটভিউ২৪ডটকম / র‌্যাব-৯ / ডালিম-২

শেয়ার করুন

আপনার মতামত দিন