আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করলো সিলেট জেলা পুলিশ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৩-০৭ ২০:৪৭:০৫

সিলেট :: ঐতিহাসিক ৭ মার্চ ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তোরনে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন উৎসব পালন করেছে সিলেট জেলা পুলিশ।

বিকেলে নগরীর রিকাবীবাজার পুলিশ লাইনসে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশের কর্মকর্তারা। এরপর কেক কেটে আনন্দ উদযাপন করা হয়।

পরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. মফিজ উদ্দিন আহম্মেদ।

ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. মাহবুবুল আলমের সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ডিআইজি গিয়াস উদ্দিন পিপিএম, সিলেট মহানগর আয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বীর মুক্তিযাদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, অনলাইন প্রেসক্লাব সভাপতি মুহিত চৌধুরী।

বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। তার ঐতিহাসিক ভাষণ মুক্তিযুদ্ধের মূল অনুপ্রেরণাগুলোর মধ্যে অন্যতম। এছাড়া স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছরে উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরনে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ আনন্দের নতুন মাত্রা যোগ করেছে।

প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ১০ জানুয়ারি সর্বপ্রথম রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ সপ্তাহ উদ্ভোধন করতে গিয়ে পুলিশের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছিলেন। জননিরাপত্তা ও জনকল্যান নিশ্চিত করতে পুলিশের সকল স্থরে বঙ্গবন্ধুর নির্দেশনাসমুহ অনুসরণ করার আহ্বান জানান তিনি।

সিলেটভিউ২৪ডটকম/ডিজেএস-২২

শেয়ার করুন

আপনার মতামত দিন