আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

শেরপুর জামে মসজিদের প্রথম তলার ছাদ ঢালাই কাজ সম্পন্ন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৩-০৭ ২১:০৫:৩৯

সিলেট :: গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পুনঃনির্মিতব্য শেরপুর জামে মসজিদের প্রথম তলার ছাদ ঢালাই রবিবার সম্পন্ন হয়েছে। সকাল ৮টা হতে ছাদ ঢালাইয়ে কাজ শুরু হয়ে বিকাল ৫টায় সম্পন্ন হয়।

বাদ জোহর অস্থায়ী মসজিদে মসজিদ পুনঃনির্মাণে সহায়তাকারীসহ বিশ্ববাসির জন্য মোনাজাত করেন শেরপুর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. আব্দুল জব্বার। পরে মুসল্লীগণ মসজিদের ছাদে গিয়ে দোয়া করে স্ব স্ব হস্তে ঢালাই মাল নিক্ষেপ করেন।

এসময় সমবেত মুসল্লিদের নিয়ে মোনাজাত করেন প্রবীণ মুরব্বী ও সালিশ ব্যক্তিত্ব মাওলানা জহুরুল হক চৌধুরী।

উপস্থিত ছিলেন আব্দুল চৌধুরী, আব্দুল শফিক চৌধুরী (ছানু মিয়), বাংলাদেশ ব্যাংকের ডিজিএম জাবেদ আহমদ, আব্দুল মন্নান চৌধুরী, নাজিম আহমদ চৌধুরী, মাহমুদুর রহমান চৌধুরী ফারুক, শরীফ আহমদ চৌধুরী, মাছুম আহমদ চৌধুরী, কয়েছ আহমদ চৌধুরী, নুর উদ্দিন চৌধুরী, ফরিদ উদ্দিন খান, জামাল উদ্দিন আহমদ, জয়নাল আহমদ তাপাদার, রেজওয়ান আহমদ তাপাদার, তুরন আহমদ, বাবুল খান, আব্দুল ওয়াহিদ তাপাদার, মখছুম আহমদ চৌধুরী, খছরু মিয়া, মনছুর আহমদ চৌধুরী, ছালিম আহমদ চৌধুরী, আব্দুর রহমান তাপাদার, শিব্বির আহমদ চৌধুরী, সুয়েব আহমদ চৌধুরী, জাহিদ আহমদ খান, সাঈদ আহমদ চৌধুরী, হামজা চৌধুরী, মো. রবি, উসমান আহমদ ঠিকাদার, সিজু মিয়া, ফখরুল ইসলাম, আবুল কাসেম প্রমুখ।

উল্লেখ্য মাত্র ৪ লক্ষ টাকা নিয়ে মসজিদ পুনঃনির্মাণ শুরু করে গ্রামের দেশে বিদেশে থাকা লোকদের সহায়তায় এবং দেশে বিদেশে থাকা শেরপুর গ্রামের নানান জনের সামাজিক যোগাযোগ মাধ্যম ও ব্যক্তিগত উদ্যোগে এ পর্যন্ত প্রায় ৩০ লক্ষ টাকা সংগৃহীত হয়েছে এবং সহায়তা আসা অব্যাহত রয়েছে। সকলের সহযোগিতায় দ্বি তল মসজিদ ভবন সম্পন্ন হবে বলে কমিটির সদস্যরা দৃঢ় আশাবাদী।

সিলেটভিউ২৪ডটকম/ডিজেএস-২৪

শেয়ার করুন

আপনার মতামত দিন