আজ মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ইং

ঐতিহাসিক ৭ই মার্চ দিবসে বঙ্গবন্ধু গবেষণা সংসদ সিলেটের আলোচনা সভা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৩-০৮ ১৫:৫০:৫৪

সিলেট :: বঙ্গবন্ধু গবেষণা সংসদ সিলেটের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও লেখাপাঠের আসর অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সন্ধ্যা ৭টায় সিলেট নগরীর এক অভিজাত রেস্টুরেন্টে এ আলোচনা সভা ও লেখা পাঠের আসর অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু গবেষণা সংসদ সিলেটের সভাপতি অধ্যাপক দিলওয়ার হোসেন বাবরের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক শিক্ষক, লেখক মো. আবদুল মালিকের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বঙ্গবন্ধু গবেষণা সংসদ সিলেটের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শামসুল ইসলাম, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যাপক শরীফুল ইসলাম, মঈন উদ্দিন আদর্শ মহিলা কলেজের প্রভাষক মাহবুবুর রউফ নয়ন, সিলেট বিভাগীয় গণদাবী ফোরামের বিভাগীয় সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন, জেনারেল ওসমানী স্মৃতি সংসদ সিলেটের সভাপতি সায়ীদ আহমদ বহলুল, অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার কলিম উল্লাহ মিয়া, শিক্ষক সুয়াইবুর রহমান চৌধুরী, বঙ্গবন্ধু লেখক পরিষদ সিলেটের সহ-সভাপতি কবি তারেশ কান্তি তালুকদার, বঙ্গবন্ধু গবেষণা সংসদ, সিলেট জেলা শাখার সভাপতি কবি চন্দ্র শেখর দেব, সিনিয়র শিক্ষক ও কলামিস্ট আমিনুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক সমিতির পাঠাগার সম্পাদক শাহ আলম চৌধুরী, কবি কামাল আহমদ, সমাজকর্মী মুহিবুর রহমান মজনু, সাংবাদিক জুনেদ আহমদ, ইংরেজি ম্যাগাজিন ‘দি আর্থ অব অটোগ্রাফ’ সম্পাদক কবি ও সাংবাদিক আবদুল কাদির জীবন প্রমুখ।

বক্তারা ১৫ আগস্টের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বলেন, ৭ই মার্চের ভাষণ স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা এবং কলেজ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের প্রেক্ষাপট ও ব্যাখ্যাসহ বর্ণনা থাকা চাই। যাতে সকলে সহজে ৭ই মার্চের ভাষণ সম্পর্কে জানতে পারে। স্কুল পর্যায়ে, শিল্পকলায় বঙ্গবন্ধুর ভাষন প্রতিযোগিতার আয়োজন করার প্রস্তাব করেন বক্তারা।


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৮

শেয়ার করুন

আপনার মতামত দিন