আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

‌‘সচেতন নারী সমাজ’র উদ্যোগে নারী দিবসের আলোচনা সভা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৩-০৮ ১৮:১৩:৩৭

সিলেট :: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘সচেতন নারী সমাজ’ সিলেট জেলা উত্তর শাখার উদ্যোগে আলোচনা সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে সচেতন নারী সমাজ সিলেট জেলা উত্তর শাখার সভানেত্রী মাহবুবা বেগম জেসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- নারী নেত্রী আঙ্গুরা বেগম, রোজিনা বেগম, লুৎফুন্নাহার, ফেরদৌস আরা বেগম প্রমূখ।

সভায় নারী অধিকার নিয়ে স্ব-রচিত কবিতা পাঠ করেন আয়েশা সিদ্দিকা।

সভায় বক্তারা বলেন সম অধিকার নয়, ন্যায্য অধিকার চাই।

সভায় তারা বলেন, সু-মহান শান্তির ধর্ম ইসলামে নারীদের যে অধিকার দিয়েছে সেটি নিশ্চিত করতে পারলেই নারী তার ইনসাফপূর্ণ সকল অধিকার ফিরে পাবে। ইসলামের বিধান সমূহ সমাজে প্রতিষ্ঠিত হলেই নারী নির্যাতন ও নারীর প্রতি বৈষম্য দূর হবে।

তারা নারীদেরকে ইসলামের আলোকে নিজেদের অধিকার প্রতিষ্ঠায় সচেতন হবার আহবান জানান।

সভায় বিভিন্ন শ্রেণী-পেশার নারীদের মধ্যে ৮ ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস-২০২১ উপলক্ষে ‘সচেতন নারী সমাজ’ কর্তৃক প্রকাশিত লিফলেট বিতরণ করা হয়।


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৭

শেয়ার করুন

আপনার মতামত দিন