Sylhet View 24 PRINT

লিডিং ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সেমিনার অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৪-০৭ ১১:২১:২৯

সিলেট : লিডিং ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের উদ‍্যোগে অনলাইন সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ এপ্রিল) রাত ৮টায় "Dialects of the Aesthetics of Rage: Dissidence and Commitments in African Literature." শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ছিলেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী, সম্মানিত অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা, বিশেষ অতিথি ট্রেজারার বনমালী ভৌমিক এবং বোর্ড অব ট্রাস্টিজের সদস‍্য সৈয়দ আব্দুল হাই উপস্থিত ছিলেন।

সেমিনারে  কী-নোট স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন নাইজেরিয়ার এডো স্টেট ইউনিভার্সিটি ওজেইরো এর ডিপার্টমেন্ট অব ইংলিশ এর সিনিয়র লেকচারার সলমন আওজিয়ে, পিএইচডি।

ইংরেজি বিভাগের প্রভাষক জেরিন তাসনীম এলাহির সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. রেজাউল করিম। অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান সেমিনার আয়োজক কমিটির আহবায়ক ইংরেজি বিভাগের প্রভাষক তৌহিদা সুলতানা।

সেমিনারে ইন্ডেপেন্ডেন্ট ইউনিভার্সিটির ইইই বিভাগের অধ‍্যাপক ড. শাহরিয়ার খান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর ড. হোসাইন আল মামুন, লিডিং ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোস্তাক আহমাদ দীন এবং ইংরেজি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।


সিলেট ভিউ ২৪ ডটকম/পিটি-৭  

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.