Sylhet View 24 PRINT

কওমী মাদরাসা বন্ধের নির্দেশে ছাত্র জমিয়তের নিন্দা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৪-০৭ ১২:২৮:১৮

সিলেট : স্বাস্থ্যবিধি মেনে কওমী মাদ্রাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি শিক্ষামন্ত্রনালয় কর্তৃক জারিকৃত কওমী মাদ্রাসা বন্ধ সংক্রান্ত নির্দেশনার তীব্র নিন্দা জানিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। মঙ্গলবার (৬ এপ্রিল) গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে সংগঠনের পক্ষে এই নিন্দা জানান সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ইখলাছুর রহমান রিয়াদ।

বিবৃতিতে হঠাৎ কওমী মাদ্রাসা বন্ধের ব্যাপারে সরকারের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে বলা হয়, কওমী মাদরাসাগুলো প্রায় ৮মাস ধরে তাদের শিক্ষা-কার্যক্রম পরিচালনা করে আসছে। অথচ এখন পর্যন্ত কোন শিক্ষক-শিক্ষার্থীর কোভিড-১৯ আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। তাই করোনার অজুহাতে এই মুহূর্তে কওমী মাদরাসা বন্ধের নির্দেশনা দেয়া সম্পূর্ণ অযৌক্তিক। বিবৃতিতে  স্বাস্থ্যবিধি মেনে কওমী মাদ্রাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান অবিলম্বে খুলে দেয়ার দাবি জানানো হয়।

ছাত্র জমিয়ত সভাপতি বলেন, বর্তমানে কওমী মাদরাসা বন্ধ করে সরকার দেশের উপর আল্লাহ'র রহমতের পরিবর্তে গজব ডেকে আনছে। এমন গজব থেকে দেশ-জাতিকে রক্ষা করতে সরকার তার সিদ্ধান্ত থেকে সরে আসবে বলে আমরা আশাকরি।


সিলেট ভিউ ২৪ ডটকম/পিটি-৯

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.