Sylhet View 24 PRINT

সিলেটে চলছে ঢিলেঢালা লকডাউন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৪-০৭ ১৩:০১:২৯

সিলেট নগরীর কোর্ট পয়েন্ট এলাকা থেকে ছবিটি তুলেছেন শাহীন আহমদ।

নিজস্ব প্রতিবেদক : সিলেটে লকডাউনের তৃতীয় দিনে ঢিলেঢালাভাবে পরিলক্ষিত হচ্ছে। সেই সাথে সিলেট সিটি করপোরেশনের বাস সীমিত পরিসরে নগরীতে চলাচল করছে। এছাড়া নগরীর কালিঘাট, বন্দরবাজার, জিন্দাবাজারসহ আশপাশ এলাকার শপিং মহল বন্ধ থাকলেও নিত্যপণ্যের ব্যবসা প্রতিষ্ঠান খোলা রয়েছে। সেই সাথে নগরীতে রিকশা, সিএনজি অটোরিকশা ও যাত্রীবাহী মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন চলতে দেখা যায়।

এদিকে, সোমবার থেকে শুরু হওয়া লকডাউনের প্রভাব জনজীবনে খুব একটা পড়েনি। তবে লকডাউন নীতিমালা বাস্তবায়নে দুদিনই সিলেটে অভিযান চালিয়েছে সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন। সরকারের নির্দেশনার বাহিরে নগরীরে যেসব ব্যবসা প্রতিষ্ঠান খোলা হয়েছিলো সেগুলো পুলিশ সর্তক করে বন্ধ করে দেয়। তবে নগরীর জিন্দাবাজার, বারুতখানা, বন্দরবাজারের কয়েকজন ব্যবসায়ী  ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে বাহিরে অবস্থান করে মালামাল বিক্রি করতে দেখা গেছে। তবে লকডাউনের কারণে সিলেট থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোন বাস। সিলেট থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া নগরীর পাইকারি পণ্যের বাজার কালিঘাটে বেচা-কেনা স্বাভাবিক।


সিলেট ভিউ ২৪ ডটকম/পিটি-১২




সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.