Sylhet View 24 PRINT

সিলেটে বৃহস্পতিবার থেকে করোনা টিকার ২য় ডোজ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৪-০৭ ১৯:৪৪:০৯

সিলেট :: বৃহস্পতিবার (৮ এপ্রিল) থেকে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি অনুসরণ করে সিলেটে শুরু হচ্ছে কোভিড-১৯ টিকার ২য় ডোজ প্রদানের কার্যক্রম।

সকল পর্যায়ের টিকা গ্রহণকারীরা কোভিড-১৯ টিকার ২য় ডোজ নিবেন টিকা গ্রহনের দিন থেকে ২ মাস পর। তবে যারা ২য় ডোজ নেয়ার জন্য মোবাইলে বার্তা (ম্যাসেজ) পাবেন তারাই নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে নির্ধারিত তারিখে উপস্থিত থেকে টিকা গ্রহণ করবেন।

টিকার রেজিস্ট্রেশন কার্ড ও ২য় ডোজ নেয়ার জন্য মোবাইলের বার্তা সহ নির্ধারিত কেন্দ্রে উপস্থিত থেকে টিকা গ্রহনের অনুরোধ জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম।

এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, যাদের ১ম ডোজ গ্রহণের ২ মাস পূর্ণ হয়েছে কিন্তু ২য় ডোজ নেয়ার জন্য মোবাইলে বার্তা এখনো পৌছায়নি তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে বার্তা পাবেন।

একই সাথে কোভিড-১৯ টিকার ১ম ডোজের নিয়মিত কার্যক্রমও চলমান থাকবে। সম্মানীত নগরবাসিকে অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করে কোভিড-১৯ এর টিকা গ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে।


সিলেটভিউ২৪ডটকম / ৭ এপ্রিল, ২০২১ / সিসিক / ডালিম

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.