Sylhet View 24 PRINT

সিলেটে ছিনতাইর ১০ মিনিটের মধ্যে ছিনতাইকারী গ্রেফতার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৪-০৭ ২০:৩৯:০৩

নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর শাহী ঈদগাহে ছিনতাইর ঘটনা ঘটার ১০ মিনিটের মধ্যে ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কতোয়ালি থানা পুলিশ।

গ্রেফতারকৃত সজল দেব (২৭) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়াবাজার বোল্লারগাঁওয়ের মৃত গোপাল দেব’র ছেলে। এসময় তার কাছ ছিনতাই হওয়া স্যামসাং এ১০এস মডেলের মোবাইল সেট, ছিনতাইকাজে ব্যবহৃত ১টি ধারালো চাকু ও ১টি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, আজ বুধবার দুপুর ২ টা ৫ মিনিটে কোতোয়ালি মডেল থানাধীন শাহী ঈদগাহ পয়েন্টে আব্দুর রহমান (২১) নামের এক যুবককে ধারালো চাকু দিয়ে ভয়ভীতি দেখিয়ে মোবাইল সেট ছিনিয়ে নেয় ছিনতাইকারী সজল দেব (২৭)। ঘটনার পরপরই সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ এসএম আবু ফরহাদের দিক নির্দেশনায় দিবাকালী সিয়েরা-৬১ ডিউটিতে থাকা এসআই নূর মোহাম্মদ তাপাদার সঙ্গীয় ফোর্স নিয়ে ২ টা ১৫ মিনিটে কাজীটুলা জামে মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করতে সক্ষমহ হন।

এ বিষয়ে ছিনতাইর শিকার যুবক আব্দুর রহমান (২১) বাদী হয়ে থানায় এজাহার দায়ের করলে কোতোয়ালি মডেল থানার মামলা নং-১৯, তাং-০৭/০৪/২০২১ খ্রি., ধারা- আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন সংশোধনী ২০১৯ এর ৪/৫ রুজু করা হয়।

এ মামলায় আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে জানায় পুলিশ।

সিলেটভিউ২৪ডটকম/ডিজেএস-৭

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.