Sylhet View 24 PRINT

বিশ্বনাথে রাস্তায় ব্যারিকেড দিয়ে ডাকাতি, আটক ২

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৪-০৭ ২২:২৩:১৫

সিলেটভিউ ডেস্ক :: রাতের শেষ প্রহরে রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করে ডাকাতিকালে সিলেটের বিশ্বনাথ উপজেলায় দুই ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (৭ এপ্রিল) ভোরে বিশ্বনাথ-রশিদপুর সড়কের পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২টি দা, ১টি মোবাইল ফোনসেট ও নগদ ১৪হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার দেবগ্রামের মোহাম্মদ হাফিজের ছেলে আল-আমিন (২৯) ও ঝিনাইদহ জেলার সদর উপজেলার মুরারীদহ গ্রামের শরীফুল ইসলাম শেখের ছেলে মো. এরশাদ শেখ রাজ (২৮)।

পুলিশ জানায়, বুধবার ভোর ৪টার দিকে বিশ্বনাথ-রশিদপুর সড়কে ব্যারিকেড সৃষ্টি করে যানবাহন দাড় করিয়ে চালক-যাত্রীদের সব লুট করে নিয়ে যাচ্ছে ডাকাতরা- এমন সংবাদ পায় বিশ্বনাথ থানা পুলিশ। থানার উপপরিদর্শক (এসআই) দেবাশীষ শর্মার নেতৃত্ব একদল পুলিশ সেখানে ছুটে গিয়ে ধাওয়া দিয়ে ২জনকে আটক করে। অন্যরা পালিয়ে যায়। আটক ২ জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি মামলা রয়েছে।


সিলেটভিউ২৪ডটকম / ৭ এপ্রিল, ২০২১ / বিডি-প্রতিদিন / ডালিম

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.