আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

লিডিং ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিনার অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৪-০৮ ১০:২০:০৫

সিলেট :  লিডিং ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং  বিভাগের সিই ফ‍্যামিলীর উদ‍্যোগে অনলাইন সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ এপ্রিল) সন্ধ্যা ৮টায় "Data-Driven Predictive Model Hydrological Varriables: A Perspective of Bangladesh " শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ছিলেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী এবং সম্মানিত অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা উপস্থিত ছিলেন।

এতে বিশেষ অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস‍্য সৈয়দ আব্দুল হাই, ট্রেজারার বনমালী ভৌমিক,  আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম. রকিব উদ্দিন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিইই বিভাগের প্রফেসর ড. মো. জহির বিন আলম এবং লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মেজর (অব) মো শাহ আলম, পিএসসি ।

সেমিনারে  কী-নোট স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথার্ন কুইন্সল‍্যান্ড এ পিএইচডি রিসার্চার/ ক‍্যান্ডিডেট লিডিং ইউনিভার্সিটির সহকারী অধ‍্যাপক আবুল আবরার মাসরুর আহমেদ। সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী নাসিম কামালীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল ইঞ্জিনিয়ারিং  বিভাগের ভারপ্রাপ্ত  বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ারিং সৈয়দা জেহান ফারজানা।

অনুষ্ঠানে  মো. জাকির হোসেনকে প্রেসিডেন্ট এবং নাফিস আফজলকে জেনারেল সেক্রেটারি করে সিই ফ‍্যামিলীর ২০২১-২২ সালের স্টিয়ারিং কমিটি ঘোষণা করা হয় । সেমিনারে ইন্ডেপেন্ডেন্ট ইউনিভার্সিটির ইইই বিভাগের অধ‍্যাপক ড. শাহরিয়ার খান, এবং লিডিং ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং   বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীসহ সিই ফ‍্যামিলির সদস‍্যবৃন্দ অংশগ্রহণ করেন।  



সিলেট ভিউ ২৪ ডটকম/পিটি-১

শেয়ার করুন

আপনার মতামত দিন