Sylhet View 24 PRINT

ওসমানীনগরে অসহাদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৪-০৮ ২০:২৭:২৪

ওসমানীনগর প্রতিনিধি :: করোনাভাইরাসের সংকটময় পরিস্থিতি ও রমজান মাস ঘিরে দব্যেমূল্যের উর্ধ্বগতি নিয়ে দিশেহারা হয়ে পরা এলাকার ক্ষতিগ্রস্থ দিনমজুর অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সিলেটের ওসমানীনগরের মাটিয়াখাড়া গ্রামের এক প্রবাসী পবিবার।

প্রতিবছরের ন্যায় প্রবিত্র রমজান মাস উপলক্ষ্যে মাটিয়াখাড়া গ্রামের মরহুম আব্দুল কারিম, আব্দুস সাত্তার, আব্দুল বারীকের পরিবারবর্গের উদ্যোগে কর্মহীন দুঃস্থ লোকজনের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

যুক্তরাজ্য প্রবাসী মো. কাইয়ুম মিয়া, মো. বাবুল মিয়া, মো. লতিফ মিয়ার সার্বিক ব্যবস্থাপনায় বৃহস্পতিবার উপজেলার উমরপুর ইউনিয়নের প্রায় অর্ধ সহস্রাধিক দ্ররিদ্র পরিবারের মধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি উমরপুর ইউপি চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া।

মোল্লাপাড়া আব্দু মিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাহমদ মিয়ার সভাপতিত্বে ইউনিয়ন যুবলীগের সভাপতি ডা. সুমন সূত্রধরের পরিচালনায় বক্তারা বলেন, মানবসেবার প্রত্যয়ে এলাকার দুঃস্থ জনগোষ্টির সার্বিক উন্নয়নে প্রবাসীদের অবদান অপূরণীয়। প্রবাসে নিজেরা গৃহবন্দি থেকেও সামাজিক দ্বায়বদ্ধতা থেকে আমাদের প্রবাসীরা দুস্থ-অসহায় মানুষদের পাশে দাড়িয়েছেন এটা মানবতার উজ্জল দৃষ্টান্ত। বিশেষ করে মরহুম আব্দুল করিম, আব্দুল বারীকসহ তাদের পরিবারবর্গ উমরপুর ইউনিয়নের গরিব মানুষের সার্বিক কল্যাণে তাদের সহযোগিতার হাত যে ভাবে প্রসারিত করে রেখেছে তা প্রশংসনীয়। তাদের এসব সেবামূলক কার্যক্রমে অনুপ্রানিত হয়ে অন্যরা উদ্বুদ্ধ হয়ে অসহায়দের কল্যানে এগিয়ে আসবে বলে আশাবাদ ব্যাক্ত করেন বক্তারা।

বক্তব্য রাখেন উমরপুর বাজার পরিচালনা কমিটির সেক্রেটারী আজমল আহমদ, ইউপি সদস্য আমিরুল ইসলাম শিকদার, মাহফুজুলহক আখলু, আওয়ামীলীগ নেতা সৈয়দ নেছাওর আলী।

উপস্থিত ছিলেন যুবলীগ নেতা শংকর দেব, ছাবু আহমদ, উমরপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জুমন আহমদ, চেতনা একাত্তর সংঘের সভাপতি মতিউর রহমান, ছাত্রলীগ নেতা আরিফুর রহমান চৌধুরী পুলক, ছাত্রলীগ নেতা রাজু আহমদ, কামরুল ইসলাম টিপন, রুমেল আহমেদ আরিয়ান, তামজিদ বকর্স, রশীদুল মিয়া, ফাহাদ খানঁ, শহিদুল মিয়া, শাহিন মিয়া, শরীফ আলী, শাহিন আলী, রিপন মিয়া, বাপ্পি, রনি সূত্রধর, রশিদুর রহমন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মাটিয়াখাড়া জামে মসজিদের ইমাম মাওলানা ফয়জুর রহমান। অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ব্যাক্তিবর্গসহ এলাকার সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/ডিজেএস-১৪

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.