আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

করোনায় শাবির সাবেক শিক্ষার্থীর মৃত্যু

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৪-০৯ ০০:৩৯:১৮

শাবি প্রতিনিধি :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১২তম ব্যাচের এবং ইংরেজি বিভাগের ২০০১-০২ সেশনের (২য় ব্যাচ) শিক্ষার্থী শরিফুল বারি মিল্টন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকালে ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়।
তিনি বলেন, শরিফুল বারি আমাদের বিভাগের প্রাক্তন শিক্ষার্থী। সে খুবই নম্র, ভদ্র এবং বিনয়ী ছিলো। বিভাগের সকলের সাথেই তার খুব ভালো যোগাযোগ ছিলো। তার আকস্মিক মৃত্যুতে আমরা ইংরেজি পরিবার খুবই মর্মাহত। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।
শরিফুল বারি মিল্টন যমুনা ব্যাংক প্রিন্সিপাল শাখার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুর সময় তিনি বাবা-মা, স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।
সিলেটভিউ২৪ডটকম/ডিজেএস-২

@

শেয়ার করুন

আপনার মতামত দিন