আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে করোনার দ্বিতীয় ঢেউয়ে আবারো সেঞ্চুরি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৪-১০ ২১:২৫:০৪

নিজস্ব প্রতিবেদক :: সিলেটে করোনাভাইরাসে নতুন আক্রান্ত হয়েছেন আরো ১০১ জন। আজ শনিবার সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ ল্যাব ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে নমুনা পরীক্ষায় এসব রোগী শনাক্ত হয়।   

তথ্যানুসারে জানা গেছে, সারাদেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ চলছে। প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। বাদ যাচ্ছে না সিলেটও। প্রতিদিনই করোনা আক্রান্ত রোগী বাড়ছে। শনিবার সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ ল্যাব যাদের নমুনা পরীক্ষা করা হয় তন্মধ্যে ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ১৫জনই সিলেট জেলার বাসিন্দা। বাকি ৬ জন মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলায় বসবাস করেন।

এদিকে আজ শনিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা শেষে ৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সিলেটের ৩৬, সুনামগঞ্জের ৪, হবিগঞ্জের ২৪ ও মৌলভীবাজারের ১৬ জন রয়েছেন।

সিলেটভিউ২৪ডটকম/ ১০ এপ্রিল ২০২১/জুনেদ


শেয়ার করুন

আপনার মতামত দিন