আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

খালেদা জিয়ার সুস্থতা কামনায় এমদাদ চৌধুরীর খাদ্য সামগ্রী বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৪-১৪ ১১:৩১:৩৮

সিলেট : সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার করোনা থেকে মুক্তি ও সুস্থতা কামনায় সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে কুরআন খতম, দোয়া মাহফিল ও এতিমখানায় খাদ্য সামগ্রী (নিত্য প্রয়োজনীয়) ও বিভিন্ন জাতের ফলমূল প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৩ এপ্রিল) বিকেলে নগরীর একটি এতিমখানায় কুরআন খতম ও দোয়া মাহফিল শেষে কর্তপক্ষের কাছ কয়েকদিনের খাদ্য সামগ্রী প্রদান করেন। এসময় করোনাক্রান্ত বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাগফেরাত, আরাফাত রহমান কোকোর মাগফেরাত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু, করোনাক্রান্ত বিএনপির কেন্দ্রীয় ও সকল পর্যায়ের নেতাকর্মীদের সুস্থতা, করোনা মহামারী থেকে মুক্তি ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সহ-সভাপতি ও সাবেক সিটি কাউন্সিলার সৈয়দ মিসবাহ উদ্দিন, মহানগর যুব বিষয়ক সম্পাদক মীর্জা বেলায়েত হোসেন লিটন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হাবিব আহমদ চৌধুরী শিলু, আপ্যায়ন সম্পাদক আফজাল উদ্দিন, মানবাধিকার বিষয়ক সম্পাদক মুফতি নেহাল উদ্দিন, মহানগর সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক তাজ উদ্দিন মাসুম, মহানগর সমাজসেবা সম্পাদক আব্দুল কাহির, সহ-শিল্প সম্পাদক নজির হোসেন, সহ-সাংস্কৃতিক সম্পাদক কয়েস আহমদ সাগর, সহ-যোগাযোগ সম্পাদক উজ্জল রঞ্জন চন্দ, মহানগর বিএনপির সদস্য এম মখলিছ খান, আব্দুস সোবহান, পারভেজ আহমদ, ১০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সেলিম আহমদ মাহমুদ, ২৪নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ময়নুল হক স্বাধীন, ২২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, মহানগর যুবদলের আহ্বয়াক কমিটির সদস্য সাহেদ আহমদ, ওসমান গণি, স্বেচ্ছাসেবক দল নেতা আফসর খান, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, সাবেক ছাত্রদল নেতা নাজিম উদ্দিন, ৭নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক কাওছার হোসেন খান, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম অনিক, স্বেচ্ছাসেবক দল নেতা সৈয়দ রাজন ও ১৬নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বয়াক আলাল আহমদ প্রমূখ।


সিলেট ভিউ ২৪ ডটকম/পিটি-২

শেয়ার করুন

আপনার মতামত দিন